ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

ব্রাজিলে শুধু মার্চেই মারা গেছে ৬৬ হাজার ৫৭০ জন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১ , ১২:৫৪ পিএম


loading/img
সংগৃহীত

ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুধু মার্চ মাসেই ৬৬ হাজার ৫৭০ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যাটা আগের যেকোনো মাসে মৃত্যুর সংখ্যার চেয়ে দ্বিগুণের বেশি। এরই মধ্যে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ার প্রেক্ষিতে ব্রাজিলের স্বাস্থ্যখাত পুরোপুরি ভেঙে পড়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুনঃ ব্রাজিলে একদিনে মৃত্যুর রেকর্ড, ভারতে আরও ৭২ হাজারের বেশি করোনায় আক্রান্ত

করোনা মোকাবিলায় ব্যর্থতার জন্য কঠোর সমালোচনার মুখে পড়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। তার ব্যর্থতার কারণে চলতি সপ্তাহে দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের পদত্যাগের ঘটনা ঘটেছে। অথচ স্থানীয় গর্ভনর ও মেয়ররা লকডাউন দেয়ায় বুধবারও তাদের সমালোচনা করেছেন বলসোনারো।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমাদের দুটি শত্রু ছিল এবং আছে- করোনাভাইরাস এবং বেকারত্ব! এটাই বাস্তবতা! আমরা ঘরে বসে থেকে এই সমস্যার সমাধান করতে পারবো না। বুধবারও দেশটিতে করোনায় ৩ হাজার ৮০০ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৯০ হাজারের বেশি মানুষ। দেশটিতে পরিস্থিতি এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যে, বিশ্বে দৈনিক মৃত্যুর চারভাগের একভাগ হচ্ছে ব্রাজিলে।

আরও পড়ুনঃ বিয়ের জন্য ৫৬৫ কি.মি. পাড়ি দিলেন নারী আইপিএস অফিসার

এদিকে বুধবারই নতুন করে তিন বাহিনীর প্রধানের নাম ঘোষণা করা হয়েছে। এর আগে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ফার্নান্দো আজেভেদো ই সিলভাকে হঠাৎ করে চাকরিচ্যুত করেন বলসোনারো। এর প্রতিবাদে মঙ্গলবার ব্রাজিলের তিন বাহিনীর প্রধান পদত্যাগ করে।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |