গেলো আসরের চেয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবার আরো ভালো করতে চান বাংলাদেশি পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান।
মঙ্গলবার আইপিএলে খেলতে ঢাকা ছাড়ার আগে সাংবাদিকদের এমনটাই জানান তিনি।
গেলো আসরের দল সানরাইজার্স হায়দরাবাদে খেলবেন এবারো। দলের সঙ্গে যোগ দিতে বিকেল ৫টার ফ্লাইটে ভারতের উদ্দেশে রওয়ানা হন কাটার মাস্টার।
কলকাতা হয়ে মঙ্গলবার রাতেই মুম্বাই পৌঁছানোর কথা দ্যা ফিজের।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বুধবার হায়দরবাদ খেলবে নিজেদের তৃতীয় ম্যাচ।
এই ম্যাচেই মাঠে নামার সম্ভাবনা আছে মুস্তাফিজের। এর আগে দুপুরে মিরপুর একাডেমি ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
গেলো ৬ এপ্রিল আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয় হায়দরাবাদ। মুস্তাফিজহীন ওই ম্যাচে ৩৫ রানের জয় ছিনিয়ে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
পরের ম্যাচে ৯ এপ্রিল গুজরাট লায়ন্সের বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ডেভিড ওয়ার্নারে নেতৃত্বাধীন দলটি।
গেলো বছর আইপিএলে প্রথমবারের মতো খেলতে গিয়েই বাজিমাত করেন মুস্তাফিজুর। নবম আসরে হায়দরাবাদের হয়ে বল হাতে প্রায় প্রতিটি ম্যাচেই আলো ছড়ান। ১৬ ম্যাচে ২৪.৭৬ গড়ে নেন ১৭ উইকেট। গেলো মৌসুমে মেলে ধরায় ২১ বছরের দ্য ফিজকে এবারো ধরে রেখেছে দলটি।
ওয়াই/ সি