বন্ধুর জন্মদিনের পার্টি থেকে ফিরে হাত খোয়ালো এক কিশোর। ভারতের কর্নাটকের বেঙ্গালুরুর চামরাজপেট এলাকায় এ ঘটনা ঘটেছে। ওই কিশোরের একটি হাতে বিষাক্ত মাদক ইনজেকশন দেয়া হয় বলে জানা গেছে। খবর ইন্ডিয়া টাইমসের।
জন্মদিনের পার্টি থেকে ফেরার কয়েকদিন পরই হাত ফুলতে শুরু করে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা হাতে বিষাক্ত পদার্থ থাকার কথা জানায়। এসময় শরীরের বাকি অংশ বাঁচাতে হাত কেটে ফেলার পরামর্শ দেন তারা।
এরপরই কনুই থেকে হাত কেটে বাদ দেয়া হয়। ওই কিশোরের পরিবার দাবি, তার হাতে মাদক ইনজেকশন দেয়া হয়েছিল। জন্মদিনের পার্টির চারদিন পরই তার হাত ফুলে যায়।
ওই কিশোর জানায়, বেঙ্গালুরুর চামরাজপেট এলাকায় এক ভলিবল কোচের জন্মদিনের পার্টিতে গিয়েছিল সে। ওই কোচ কয়েকটি ট্যাবলেট পানিতে মিশিয়ে মিশ্রণটি তার শরীরে ইনজেক্ট করে দেয়।
পরে কিশোরটির পরিবার স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে। তবে গাড়ি চুরির মামলায় ইতোমধ্যেই জেল-হাজতে রয়েছে ওই কোচ। এদিকে যুবকের হাতে কি ধরনের বিষাক্ত পদার্থ পাওয়া গেছে, তা ডাক্তারদের কাছে জানতে চেয়েছে পুলিশ।
এ