ঢাকা

কত টাকার মালিক মুকেশ আম্বানি!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১১ অক্টোবর ২০২১ , ১২:৩০ পিএম


loading/img
ফাইল ছবি

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির ব্যবসা তেল থেকে শুরু করে টেলিকম খাত পর্যন্ত বিস্তৃত। এরই মধ্যে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় ভারতীয় এই ধনকুবের। এবার তার মুকুটে যুক্ত হয়েছে আরও নতুন একটি পলক। মুকেশ আম্বানি এখন ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলারের মালিক। 

বিজ্ঞাপন

জেফ বেজোস, এলন মাস্কের মতো শীর্ষস্থানীয় ধনকুবেরদের মতো তারও সম্পত্তির পরিমাণ ছাড়াল ১০০ বিলিয়ন ডলারের গণ্ডি।

গেল শুক্রবার নতুন এ মাইলফলক অর্জন করেন তিনি। ‘ব্লুমবার্গ বিলিওনেয়ার্স ইনডেক্স’-এর পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে তার মোট সম্পত্তির পরিমাণ ১০০.৬ বিলিয়ন ডলার। এ বছর তার সম্পত্তি বেড়েছে ২৩.৮ বিলিয়ন ডলার। 

বিজ্ঞাপন

৬৪ বছর বয়সী মুকেশ আম্বানি ২০০৫ সালে বাবার বাণিজ্য সাম্রাজ্যে পা রাখেন। তিনিই সংস্থার ব্যবসার ক্ষেত্রকে বাড়িয়ে প্রযুক্তি, ই-কমার্সের সঙ্গে যুক্ত করেন। ২০১৬ সালে টেলিকমিউনিকেশনের দুনিয়ায় কার্যত বিপ্লব এনে দেয় জিও। শুধু জিও থেকেই গত বছর ২৭ বিলিয়ন ডলার আয় করেছে আম্বানির সংস্থা।

গত জুনেই তার সংস্থা পা রেখেছে পুনর্ব্যবহারযোগ্য শক্তির ক্ষেত্রে। তিন বছরের জন্য ওই খাতে ১০ লাখ বিলিয়ন ডলার বিনিয়োগ করেন তিনি। এই নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগের সাহসই তাকে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত করেছে। সূত্র : সংবাদ প্রতিদিন।

এসএস/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |