বিশ্বজুড়ে করোনা সংক্রমণ কমে এসেছে। স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। বাংলাদেশসহ অনেক দেশ বিধি-নিষেধ শিথিল ও তুলে নিয়েছে। সৌদি আরবও বিধিনিষেধের বেশির ভাগই উঠিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির নতুন এই সিদ্ধান্তের ফলে মুসলিমদের সৌদি আগমনকে আরও সহজতর করবে।
সৌদি গেজেটের তথ্যমতে, এখন থেকে সামাজিক দূরত্ব মানা এবং বাইরে মাস্ক পরিধান না করলেও চলবে। মক্কা ও মদিনাসহ সৌদির অন্যান্য মসজিদেও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে না। খোলা জায়গায় অনুষ্ঠান আয়োজন করা যাবে। টিকা নেওয়া থাকলে যাত্রীদের কোয়ারেন্টিনে থাকতে হবে না। বিদেশি যাত্রীরা দেশটিতে প্রবেশের পর করোনার পিসিআর পরীক্ষার নিয়মও প্রত্যাহার করা হয়েছে।
এ ছাড়া খোলা জায়গায় মাস্ক পরার বাধ্যকতা তুলে নেওয়া হলেও, বাড়ির ভেতরে মাস্ক পরা আবশ্যক করা হয়েছে। শনিবার (৫ মার্চ) থেকেই নতুন এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
উল্লেখ্য, সৌদিতে করোনায় ৭ লাখ ৪৬ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯ হাজার মানুষ। সূত্র : সৌদি গেজেট, এএফপি