ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

এবার জার্মানির টার্গেট ২০১৮ বিশ্বকাপ : জোয়াকিম লো

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ০৩ জুলাই ২০১৭ , ০৬:১৭ পিএম


loading/img

অবসরে ক্লোসা, লাম, নেই মুলার, ওজিল, ক্রুস, বোয়েটেং, শুরলেদের মতো অভিজ্ঞরা। তবু থামানো গেলো না জার্মানির জয়রথ। নবীনদের কাঁধে চড়েই চিলিকে নিরাশায় ভাসিয়ে প্রথমবার কনফেডারেশন্স কাপ ঘরে তুললো জার্মানরা। অবশ্য শিরোপা জয়ের অন্যতম কাণ্ডারি কোচ জোয়াকিম লো। তাই তো তাকে ঘিরেই ছিল সব উল্লাস। তবে যুদ্ধ জয়ের এ কৃতিত্ব মোটেই নিজে নিচ্ছেন না কোচ, দিয়ে দিচ্ছেন বিজয়ী বীরদেরই। তার প্রত্যাশা, নবীনদের কাঁধে ভর করেই ২০১৮ রাশিয়া বিশ্বকাপ ঘরে তুলবে জার্মানি। ফের জার্মানদের আনন্দ-উল্লাসের উপলক্ষ এনে দেবেন তারা।   

বিজ্ঞাপন

ড্রেক্সলার, হেক্টর, কিমিচ্চ, ওয়ের্নার, ডেমারবে, স্টিনডল। কনফেডারেশন্স কাপে সবারই প্রথম অংশগ্রহণ। কারো কারো তো ৪-৫টার বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। সেই নবীনদের কাঁধে ভর করেই মহাদেশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে বিজয় কেতন উড়ালো জার্মানি।

জোয়াকিম লো বলেন, এ দল নিয়ে আমি ভীষণ গর্বিত। দলের সবাই তিন থেকে চার সপ্তাহ একসঙ্গে আছে। আমাদের সময়টা দারুণ কেটেছে। সবার মধ্যেই শিরোপা জয়ের তাড়না ছিল। তা তারা বাস্তবে করে দেখিয়েছে। অভিজ্ঞতায় নবীন হলেও চিলির মতো দলকে ফাইনালে হারিয়েছে ওরা। আমি মনে করি, যোগ্য দল হিসেবেই শিরোপা জিতেছি আমরা। এর পুরো কৃতিত্ব ওদেরই পাওয়া উচিত।

বিজ্ঞাপন

গেলো শুক্রবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ জিতেছে অনূর্ধ্ব-২১ দল। এবার একঝাঁক নবীন সৈনিক নিয়েই ফিফা কনফেডারেশন্স কাপ বগলদাবা করলো জার্মানরা। সব মিলিয়ে জার্মানির ভবিষ্যত খুব ভালো দেখছেন জোয়াকিম। তাদের ওপরই আস্থা রাখছেন তিনি। তার বিশ্বাস, এরাই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ এনে দেবে জার্মানিকে। বিশেষজ্ঞ কোচ বলেন, আমাদের সাফল্যের আগে জুনিয়ররা পোলান্ডে আরো একটি শিরোপা জিতেছে। শিরোপা জয়ের এ ধারা আমরা অব্যাহত রাখতে চাই। আমার বিশ্বাস, এ কাজটি করে দেখাবে নবীনরাই।

ফিফা কনফেডারেশন্স কাপ জয়ের পর দারুণ উল্লসিত জার্মান ফুটবলাররাও।

গোলরক্ষক টার স্টেগান বলেন, জার্মানির মতো দলের হয়ে খেলা সবসময়ই বাড়তি চাপ। সেই চাপ পেছনে ফেলে আমরা জয় পেয়েছি। এতেই খুশি।

বিজ্ঞাপন

মস্তাফি বলেন, এ জয় আগামীতে আরো ভাল খেলতে আমাদের অনুপ্রেরণা যোগাবে। সামনে বিশ্বকাপ ফুটবল। এ রাশিয়াতে আমরা আরো একটি জয় উদযাপন করতে চাই।

বিজ্ঞাপন

তবে দারুণ পারফর্ম করেও এ হার পোড়াচ্ছে চিলিকে। দলটির গোলরক্ষক ক্লদিও ব্রাভো বলেন, এটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। পুরো ম্যাচ আমরা দারুণ খেলেছি। কিন্তু সামান্য ভুলের কারণে হেরে যেতে হয়েছে। এ ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা আগামীতে আরো ভালো করতে চাই।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |