ভারতে কোস্টগার্ডের হেলিকপ্টার বিধ্বস্ত, বাঁচতে পারেনি কেউ
ভারতীয় কোস্টগার্ড বাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ওই হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন।
রোববার (৫ জানুয়ারি) দুপুরে গুজরাটের পোরবন্দর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, প্রশিক্ষণের সময় হেলিকপ্টারটিতে ত্রুটি দেখা দেয় এবং আছড়ে পড়ে। এরপরই এতে আগুন ধরে যায়। এতে তিনজন নিহত হন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
এর আগে, গত বছরের ২ সেপ্টেম্বর ভারতীয় কোস্টগার্ড বাহিনীর একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার আরব সাগরে ভেঙে পড়ে। তাতে দুই ক্রুর মৃত্যু হয়। পাইলট নিখোঁজ হন। এক মাসের দীর্ঘ অনুসন্ধান শেষে গত অক্টোবরে গুজরাট উপকূল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেডের তৈরি এই হাল্কা ওজনের অত্যাধুনিক হেলিকপ্টার এএলএইচ ধ্রুব। টুইন ইঞ্জিনের হেলিকপ্টারটি সামরিক ও বাণিজ্যিক, দুই ক্ষেত্রেই ব্যবহার করা যায়। ২০০২ সাল থেকে কোস্টগার্ড বাহিনী এই হেলিকপ্টার ব্যবহার করে।
আরটিভি/আইএম
মন্তব্য করুন