দাবানল

কমলা হ্যারিসের বাড়ি খালি

ডয়েচে ভেলে

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ , ০৪:১৪ পিএম


কমলা হ্যারিস
ফাইল ছবি

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বাড়ি খালি করতে বলা হয়েছে। একই সঙ্গে বহু হলিউড স্টারের বাড়িও আগুনে জ্বলে যাওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় তাদের বাড়িও খালি করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

ক্যালিফোর্নিয়ায় দাবানলের শক্তি ক্রমশ বাড়ছে। আগুন ছড়িয়ে পড়ছে দিকে দিকে। লস অ্যাঞ্জেলেসের দমকল বাহিনী জানিয়েছে, অনেক মৃতদেহ উদ্ধার হয়েছে। বহু মানুষ আহত। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকলকর্মীরা কাজ করতে গিয়ে আহত হচ্ছেন। আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।

লস অ্যাঞ্জেলেসের শেরিফ রবার্ট লুনা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, আর যাতে কারও প্রাণ না যায়। কিন্তু পরিস্থিতি তেমন নয়। আরো প্রাণহানির আশঙ্কা আছে। বহু মানুষ এখনো আগুনে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে এই পরিস্থিতির মধ্যেই তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আগুনের কারণে পরিত্যক্ত বাড়িতে ঢুকে তারা চুরি করার চেষ্টা করছিল বলে অভিযোগ।

লস অ্যাঞ্জেলেসের দমকলপ্রধান অ্যান্টনি ম্যারন জানিয়েছেন, প্যালিসেডের বিত্তশালী অঞ্চলে অন্তত এক হাজার বাড়ি ইতিমধ্যেই আগুনে জ্বলে গেছে। সব মিলিয়ে পাঁচ হাজার একরেরও বেশি এলাকা এখন আগুনের কবলে। বস্তুত, লস অ্যাঞ্জেলেসের অন্তত চারটি অঞ্চলে আলাদা আলাদা করে আগুন লেগেছে। এবং প্রতিটি আগুনই নিয়ন্ত্রণের বাইরে। আগুন ক্রমশ ছড়াচ্ছে।

শেরিফ জানিয়েছেন, এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মতো দমকলকর্মী লস অ্যাঞ্জেলেসে নেই। শুধুমাত্র লস অ্যাঞ্জেলেস থেকেই অন্তত এক লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

দমকলপ্রধান জানিয়েছেন, হাওয়ার বেগ খুব বেশি, যে কারণে আগুন আরো দ্রুত ছড়াচ্ছে। এদিকে প্যালিসেড অঞ্চলে বহু হলিউড স্টারের বাড়ি। বেন অ্যাফলেক, টম হ্যাঙ্কস, ম্যান্ডি মুররা এখানে থাকেন। মুরকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে। মার্ক হামিল এবং জেমস উডকেও বাড়ি ছাড়তে হয়েছে। অ্যামেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বাড়িও এখানে। তাকেও বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে হ্যারিস এখন লস অ্যাঞ্জেলেসে নেই।

এদিকে লস অ্যাঞ্জেলেসের মেয়র জানিয়েছেন, আগুনের কারণে বায়ু দূষণের পরিমাণ বাড়তে শুরু করেছে, তাই সকলকে মাস্ক পরার নির্দেশ দিয়েছেন তিনি। লস অ্যাঞ্জেলেসের আকাশে কার্যত দূষণের চার তৈরি হয়েছে ইতিমধ্যেই। 

আরটিভি/এএইচ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission