• ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
logo

বৈদেশিক সহায়তা স্থগিত করলেও ইসরায়েল-মিসরকে অস্ত্র দেবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ জানুয়ারি ২০২৫, ১৪:৩১
সব বৈদেশিক সহায়তা স্থগিত করলেও ইসরায়েল-মিসরকে অস্ত্র দিয়ে যাবেন ট্রাম্প
ফাইল ছবি

ক্ষমতা গ্রহণের সময়ই বৈদেশিক সহায়তার ওপর কঠোর বিধিনিষেধসংক্রান্ত ‘আমেরিকা ফার্স্ট’ নীতি গ্রহণের আশ্বাস দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে মোতাবেক কদিন যেতেই সব বিদেশি সহায়তা স্থগিত করে দিয়েছেন তিনি।

শুক্রবার (২৫ জানুয়ারি) এ সিদ্ধান্ত নেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। তবে, জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিসরে সামরিক সহায়তার ব্যাপার এ সিদ্ধান্তের বাইরে থাকবে। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ সংক্রান্ত একটি অভ্যন্তরীণ নথি বিদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন। ফাঁস হওয়া ওই নথিতে বলা হয়েছে, প্রতিটি নতুন ও বিদ্যমান সহায়তা সম্প্রসারণের প্রস্তাব পরিপূর্ণভাবে পর্যালোচনা ও অনুমোদনের আগ পর্যন্ত এগুলোর অধীন বাধ্যতামূলকভাবে অর্থ বরাদ্দ করা যাবে না।

উন্নয়ন সহায়তা থেকে শুরু করে সামরিক সহায়তাসহ সব ধরনের সহায়তায় এ নির্দেশ নেতিবাচক প্রভাব ফেলবে। এ নির্দেশের কারণে ভুক্তভোগী হতে পারে ইউক্রেনও। সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে শত শত কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে।

এ নির্দেশের অর্থ এটিও যে এইডস ত্রাণবিষয়ক প্রেসিডেন্টের জরুরি পরিকল্পনা বা পিইপিএফএআরের জন্য অন্তত কয়েক মাস তহবিল বন্ধ হয়ে যাবে। এ পরিকল্পনার মাধ্যমে মূলত উন্নয়নশীল দেশগুলোয়, বিশেষ করে আফ্রিকায় এইডসের চিকিৎসায় ওষুধ কেনা হয়।

২০০৩ সালে পিইপিএফএআর চালু করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। ২ কোটি ৬০ লাখ মানুষের জীবন বাঁচাতে সহায়তা করেছে এ প্রকল্প। ট্রাম্পের প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা বলেছেন, পিইপিএফএআরের অধীন ওষুধ সহায়তার ওপরে দুই কোটির বেশি মানুষ নির্ভরশীল। এ ছাড়া ৬ কোটি ৩০ লাখ মানুষ যুক্তরাষ্ট্রের অর্থায়নে গৃহীত ম্যালিরিয়াবিরোধী পদক্ষেপের ওপর নির্ভরশীল।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফাঁস হওয়া নথির তথ্য অনুযায়ী, তাতে উল্লেখিত নির্দেশনার আওতার বাইরে থাকবে ইসরায়েল ও মিসরে সামরিক সহায়তা প্রদানের বিষয়টি। গাজাযুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে অস্ত্র সহায়তা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, ১৯৭৯ সালে ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি করার পর থেকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতিরক্ষা তহবিল পেয়ে আসছে মিসর।

যুক্তরাষ্ট্রের জরুরি খাদ্য সহায়তাও নতুন নির্দেশনার বাইরে থাকবে। সুদান ও সিরিয়াসহ বিশ্বের সংকটাপন্ন দেশগুলোতে বহুদিন ধরে খাদ্য সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

নথিতে আগামী ৮৫ দিনের মধ্যে সব বৈদেশিক সহায়তা অভ্যন্তরীণভাবে পর্যালোচনা করার আহ্বান জানানো হয়েছে।

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ৬ কোটি ৪০ লাখ ডলারের বেশি বৈদেশিক উন্নয়ন সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম বলেছে, যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তার দীর্ঘদিনের ধারা থেকে সরে এসেছেন ট্রাম্প। সংস্থাটির যুক্তরাষ্ট্র শাখার প্রেসিডেন্ট অ্যাবি ম্যাক্সম্যান এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের বাজেটের মাত্র এক শতাংশ ব্যয় হয় মানবিক ও উন্নয়ন সহায়তায়। এসব সহায়তা মানুষের জীবন বাঁচায়, রোগবালাইয়ের সঙ্গে লড়তে সাহায্য করে, লাখো শিশুকে শিক্ষার আলো দেখায় ও দারিদ্র্যের হার হ্রাস করে।

অ্যাবি আরও বলেন, এসব সহায়তা প্রকল্প স্থগিত কিংবা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়ার বিষয়টি সংকটাপন্ন অসংখ্য শিশু ও পরিবারের জন্য বাঁচা-মরার প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে।

আরটিভি/এসএইচএম/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সম্মেলন স্থগিতের দাবিতে ঝাড়ু মিছিল
বড় পুকুরিয়া দুর্নীতি মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত
কারিগরি শিক্ষা বোর্ডের সাড়ে ৩ হাজার জনের নিয়োগ স্থগিত
হুঁশিয়ারির পর ট্রাম্প-পেত্রোর সমঝোতা, বাড়বে না শুল্ক