ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

পাকিস্তানের প্রথম হিজড়া সংবাদ পাঠিকা! (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮ , ১১:১৪ এএম


loading/img

মারভিয়া মালিক। তৃতীয় লিঙ্গের (হিজড়া) এই মানুষটি পড়াশুনা করেছেন সাংবাদিকতায়। একজন হিজড়া হিসেবে প্রথমবারের মতো পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে খবর পাঠ করে বর্তমানে বেশ আলোচনায় রয়েছেন। তিনিই পাকিস্তানের প্রথম হিজড়া সংবাদ পাঠিকা। খবর বিবিসি।

বিজ্ঞাপন

তৃতীয় লিঙ্গের এই সংবাদ পাঠিকা বলেন, যখন আমাকে চাকরির প্রস্তাব দেয়া হয়েছিল, তখন আমি আনন্দে চিৎকার করে কেঁদে ফেলেছিলাম। আমি নিজেকে নিয়ে স্বপ্ন দেখছিলাম। এখন স্বপ্ন পূরণের পথে সিঁড়ির প্রথম ধাপে পা দিয়েছি।

পাকিস্তানি ফ্যাশন জগতে একজন মডেল হিসেবে পরিচিত মারভিয়া। তিন মাস প্রশিক্ষণ শেষে দেশটির ব্যক্তিমালিকানাধীন নিউজ চ্যানেল কোহিনূরে শুক্রবার সংবাদ পাঠ করেন তিনি।

বিজ্ঞাপন

--------------------------------------------------------
আরও পড়ুন: হঠাৎ চীন সফরে কিম জং উন!
--------------------------------------------------------

পাকিস্তানে হিজড়াদের নানা ধরনের বৈষম্যের শিকার হতে হয়। চাকরি ক্ষেত্রে এ লড়াই আরও কষ্টের।

তার এ কাজ পাকিস্তানের হিজড়া সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

কোহিনূরের মালিক জুনাইদ আনসারি বলেন, তারা মারভিয়াকে যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত করেছেন। এখানে লিঙ্গ কোনো বিষয় ছিল না।

বিজ্ঞাপন

মারভিয়া বলেন, আমার পরিবার আমাকে অস্বীকার করেছে। কিন্তু আমার দেশ দুই হাত খুলে আমাকে স্বাগত জানিয়েছে।

ভালোবাসা ও সমর্থন দেয়ায় টুইটারে একটি ভিডিও পোস্ট করে দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন তৃতীয় লিঙ্গের এই সংবাদ পাঠিকা।

উল্লেখ্য, গত মাসে পাকিস্তান সিনেট হিজড়াদের পক্ষে একটি বিল অনুমোদন করেছে। ওই বিলে হিজড়া সম্প্রদায়ের অধিকার সুরক্ষার পাশাপাশি তাদের নিজেদের লিঙ্গ পরিচয় প্রকাশের অনুমতি দেয়া হয়েছে।

আরও পড়ুন:

এপি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |