ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

বিশ্বের ক্ষুদ্রতম পুরুষ খগেন্দ্র থাপা আর নেই

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ১৮ জানুয়ারি ২০২০ , ০৩:২২ পিএম


loading/img
ছবি সংগৃহীত

মারা গেছেন বিশ্বের ক্ষুদ্রতম পুরুষ খগেন্দ্র থাপা মাগার। নেপালের এই বাসিন্দা হঠাৎ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শুক্রবার মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময়ে তার বয়স হয়েছিল ২৭ বছর।

বিজ্ঞাপন

খগেন্দ্র থাপা মাগারের উচ্চতা ছিল মাত্র ৬৭.০৮ সেন্টিমিটার অর্থাৎ ২ ফুট ২.৪১ ইঞ্চি। পোখরায় মা-বাবার সঙ্গেই থাকতেন খগেন্দ্র। বার্তা সংস্থা এএফপি-কে দেয়া সাক্ষাৎকারে তার ভাই মহেশ থাপা মাগার জানিয়েছেন, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিল খগেন্দ্র। কিন্তু এবার তার হৃদযন্ত্রও বিকল হয়ে পড়ে।

২০১০ সালে ১৮ বছরের জন্মদিনের পরই তাকে বিশ্বের ক্ষুদ্রতম পুরুষ হিসেবে ঘোষণা করা হয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। খগেন্দ্রর বাবা রূপ বাহাদুর জানিয়েছেন, জন্মের সময়ে খগেন্দ্র এতটাই ছোট ছিল যে হাতের তালুর মধ্যে ধরে যেত। তাকে গোসল করানো খুবই সমস্যার ছিল। এতটাই ছোট ছিল খগেন্দ্র।

বিজ্ঞাপন

বিশ্বের ক্ষুদ্রতম পুরুষ হিসেবে সারা জীবনে ১২টির বেশি দেশ ভ্রমণ করেছেন খগেন্দ্র। ইউরোপ এবং আমেরিকার বেশ কয়েকটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারও দিয়েছেন তিনি। খগেন্দ্রের মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর এডিটর ইন চিফ ক্রেইগ গ্লেনডে।

উল্লেখ্য, নেপালের পর্যটন প্রচারের মুখ হয়ে উঠেছিলেন খগেন্দ্র থাপা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর তরফে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় খগেন্দ্র তার ভাইয়ের সঙ্গে গিটার বাজাচ্ছেন, বাইকে উঠছেন, এমনকি পারিবারিক দোকানে বসে কাজও করছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |