ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা পদে নিয়োগের লিখিত পরীক্ষা ২৫ মে

আরটিভি অনলাইন

মঙ্গলবার, ২২ মে ২০১৮ , ১১:০৭ এএম


loading/img

বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল) পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচী ও আসনবিন্যাস প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে খবরটি জানা গেছে।

বিজ্ঞাপন

আগামী ২৫ মে শুক্রবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ৯৮৯৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে জানা গেছে।

ঢাকার ছয়টি কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো- মোহাম্মদপুরস্থ মহিলা কলেজ, খিলগাঁও সরকারী উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সিদ্ধেশ্বরী কলেজ এবং হাবিবুল্লাহ বাহার কলেজ।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এর মহাব্যবস্থাপক নূর-উন-নাহার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, পরীক্ষার হলে প্রবেশের পূর্বে প্রয়োজনীয় চেকিং কার‌্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।

 লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিগত ২৭ এপ্রিল ২০১৮ সালে অনুষ্ঠেয় এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সাথে আনতে হবে। পরীক্ষা হলে কোনো মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টঘড়ি বা অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইস সাথে রাখা যাবে না।

লিখিত পরীক্ষার আসনবিন্যাস দেখার জন্য এখানে ক্লিক করুন। 

বিজ্ঞাপন

কেএইচ/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |