• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

১০০ বছরের পুরনো টোটকাতেই দূর হবে পাকা চুল

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ জুন ২০২৪, ১৩:৫১
ছবি : সংগৃহীত

চুলের কালো ভাব ধরে রাখতে অনেকেই হেনা ব্যবহার করেন। হেনাও পাকা চুলের সমস্যার অব্যর্থ উপায়। কিন্তু এর থেকেও একটি ভালো টোটকা রয়েছে। আর এই টোটকা চুলের কালো ভাব ধরে রাখতে দুর্দান্ত কাজ করে। ১০০ বছর পুরনো এই টোটকা চুলের স্বাস্থ্য বজায় রাখে।

পাকা চুল দেখলে সবার আগে পার্লারে যান। চুল রং করিয়ে নেন। অনেকেরই ধারণা, চুলের কালচে ভাব ধরে রাখার একমাত্র উপায় হলো হেয়ার কালার। কিন্তু হেয়ার কালার, হেনার নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার চুলকে কালো রাখে। তারপর আবার উঁকি দেয় ধূসরতা। যে কারণে কয়েক মাস অন্তর অন্তর আপনাকে চুলে রং করাতে হয়। এতে খরচও হয় অনেক। তাছাড়া রাসায়নিক পদার্থ যুক্ত রং ব্যবহারের কারণে চুলের অবস্থাও বেহাল হয়ে যায়। চুলের প্রাকৃতিক জেল্লা নষ্ট হয়। পাশাপাশি চুল পাতলা হতে থাকে। চুল কালো করতে আপনি ১০০ বছর পুরনো টোটকা কাজে লাগাতে পারেন।

চুলের কালো ভাব ধরে রাখতে অনেকেই হেনা ব্যবহার করেন। হেনাও পাকা চুলের সমস্যার অব্যর্থ উপায়। কিন্তু এর থেকেও একটি ভালো টোটকা রয়েছে। আর এই টোটকা চুলের কালচে ভাব ধরে রাখতে দুর্দান্ত কাজ করে। ১০০ বছর পুরনো এই টোটকা চুলের স্বাস্থ্য বজায় রাখে। মেথি দানা, তেঁতুল, জায়ফল ও কারি পাতার মতো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হেয়ার মাস্ক হলো সেই ১০০ বছর পুরনো টোটকা, যা চুলকে কালো রাখে বয়স বৃদ্ধির পরও।

তেঁতুলের মধ্যে ভিটামিন সি রয়েছে, যা চুলে কোলাজেন গঠনে সহায়ক করে। এই প্রোটিন আপনার চুলকে অকাল বার্ধক্যের হাত থেকে রক্ষা করে। মেথি দানায় থাকা প্রোটিন ও নাইকোটিনিক অ্যাসিড চুল পড়া ও খুশকির সমস্যা দূর করে। পাশাপাশি মজবুত চুল গঠনে সহায়তা করে। কারি পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুল ও স্ক্যাল্পের আর্দ্রতা ধরে রাখে। এই পাতা চুলকে কালো করতেও সাহায্য করে। জায়ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুলের ফলিকলে পুষ্টি জোগায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে।

তেঁতুল ও জায়ফলের হেয়ার মাস্ক

একটি বড় বাটিতে মেথি দানা, তেঁতুল, জায়ফল ভিজিয়ে রাখুন। সারারাত এই উপকরণগুলো জলে ভিজিয়ে রাখতে হবে। পরদিন সকালে হাত দিয়ে চটলে মেখে নিন তেঁতুল, জায়ফল ও মেথির দানা। মিশ্রণটি মসৃণ হওয়া চাই। প্রয়োজনে ব্লেন্ডারেও মিশ্রণটি পেস্ট করে নিতে পারেন। এরপর এতে কারি পাতা বেটে মিশিয়ে নিন।

প্রতিদিন স্নান করতে যাওয়ার আগে মাথায় মাখুন এই হেয়ার মাস্ক। তেঁতুল ও জায়ফল হেয়ার মাস্ক মেখে ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর চুল ধুয়ে নিন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরম পানি ব্যবহারে ক্ষতি হয় ত্বক এবং চুলের
চুলার আগুনে দগ্ধ হয়ে প্রাণ গেল শিক্ষিকার 
ভুল ম্যাসেজে বিপদ মারাত্মক! পরামর্শ বিশেষজ্ঞর
এটা অন্য জায়গায় হলে চুলের মুঠি ধরে বের করে দিত: ইমন