• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

যেভাবে রাঁধবেন ভিন্ন স্বাদের ডিম ছোলার ডাল

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ আগস্ট ২০২৪, ১৩:০৩
ছবি: সংগৃহীত

সকাল, দুপুর কিংবা রাতে অনেকের পাতে ডিম না থাকলে যেন চলেই না। ডিমের কোড়মা, ডিম ভুনা, ডিম ভাজি খেতে খেতে যারা এর স্বাদের পরিবর্তন চান তারা ডিমের এই রেসিপি দেখতে পারেন। এ ছাড়াও হঠাৎ করেই অতিথির আগমন। বাড়িতে ভালমন্দ হয়তো কিছুই নেই। এদিকে অতিথি মাংস খেতে পছন্দ করেন না। তা হলে কম সময়ে সুস্বাদু কোনও পদ রাঁধতে চাইলে ডিম দিয়ে তৈরি করে নিন ছোলার ডাল। গরম ভাত বা লুচির সঙ্গে দারুণ জমে যাবে। অতিথিও খেয়ে মুগ্ধ হবেন। রইল ডিম ছোলার ডালের সহজ রেসিপি।

উপকরণ:

ছোলার ডাল - ৩০০ গ্রাম

ডিম - ৪টি

পেঁয়াজবাটা - ৩ চা চামচ

আদাবাটা - ২ চা চামচ

রসুনবাটা - ২ চা চামচ

হলুদ গুঁড়ো - ২ চা চামচ,

ধনে ও জিরে গুঁড়ো - ২ চা চামচ

কাশ্মীরি মরিচ গুঁড়ো - ১ চা চামচ

লবণ - স্বাদমতো

ফোড়নের জন্য লাগবে ২টি শুকনো মরিচ, ২ টি তেজপাতা, কাঁচা মরিচ ৩-৪টি, আস্ত গরম মশলা ১ চা চামচ, হিং এক চিমটি।

প্রণালি:

ছোলার ডাল সিদ্ধ করে নিন। ডিমগুলো সিদ্ধ করে লবণ ও হলুদ মাখিয়ে ভেজে নিন। এবার কড়াইতে তেল গরম করে ফোড়নের সব উপকরণ দিয়ে সুঘ্রাণ বের হলে তাতে পেঁয়াজ বাটা দিয়ে কষাতে থাকুন। একে একে দিয়ে দিন আদা ও রসুন বাটা। সামান্য পানি দিয়ে কষাতে থাকুন। দিয়ে দিন সব গুঁড়ো মসলা। মসলা থেকে তেল ছাড়তে শুরু করলে তখন সিদ্ধ ছোলার ডাল দিয়ে দিন।

স্বাদমতো লবণ দিতে হবে। ডাল ফুটে উঠলে তাতে ডিমগুলো দিয়ে দিন। পানি টেনে মাখা মাখা হয়ে এলে চেরা কাঁচা মরিচ, গরম মশলা ও ঘি ছড়িয়ে নামিয়ে নিন।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কর্মক্ষেত্রে কাজের চাপ কমাতে বিড়াল নিয়োগ
ঘরোয়াভাবে সহজেই রসমালাই তৈরির রেসিপি
রাবিতে বিশ্ব ডিম দিবস পালিত
‘এই নাবিলা কিন্তু পুরোই ডিফরেন্ট!’