ঢাকামঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

পেয়ারা পাতার গুণে কমে যাবে চুল পড়া

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি

শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ , ১১:২৩ এএম


loading/img
ছবি: সংগৃহীত

চুল পড়া অত্যন্ত জটিল সমস্যা। প্রতিনিয়ত এ কারণে হীনমন্যতায় ভোগেন অনেকেই। এমনকি হেয়ার ফলের কারণে টাকও পড়ে যায় অনেকের মাথায়। তাই এই সমস্যার সহজ সমাধান চান সবাই। চুল পড়া রোধ করতে অনেক ফলও কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তেমনই একটি ফল পেয়ারা। এটা খেতে যেমন সুস্বাদু, পেয়ারার পাতায় রয়েছে নানা গুণাগুণ।

বিজ্ঞাপন

যা চুল পড়া রোধ করতেও ভালো কাজ করে। চুলের বৃদ্ধি উন্নত করতেও সহায়তা করে। পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। 

চলুন জেনে নেই চুল পড়া রোধে যেভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা—

বিজ্ঞাপন

চুলে পেয়ারা পাতা লাগাতে একটি পাত্রে আধা লিটার পানি নিয়ে তাতে এক মুঠো পেয়ারা পাতা দিন। তারপর ২০ মিনিট সিদ্ধ করুন। এরপর পানি ফিল্টার করে ঠান্ডা হতে দিন। এবার এই পানি চুলে এবং মাথার ত্বকে সিরাম হিসেবে ব্যবহার করুন। 

এ ছাড়াও, আপনি আপনার মাথার ত্বক পরিষ্কার করতে এটি আপনার শ্যাম্পুতেও মিশিয়ে নিতে পারেন। চুল পড়া কমাতে বা লম্বা চুল চাইলে গোসলের ২ ঘণ্টা আগে বা রাতে এই পানি দিয়ে মাথায় ম্যাসাজ করুন।

পেয়ারা পাতা চুলে ব্যবহার করতে, কিছু পাতা শুকিয়ে তারপর পাউডার তৈরি করুন। সেই পাউডার দিয়ে হেয়ার মাস্ক তৈরি করে লাগাতে পারেন। এর সঙ্গে দই ও ডিম মিশিয়ে নিতে পারেন।
 

বিজ্ঞাপন


আরটিভি/এইচএসকে
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |