• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

বর্ষাকালে চামড়ার ব্যাগ-জুতার যত্নে করণীয়

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ জুলাই ২০২০, ১২:৩৪
Rainy season
প্রতীকী ছবি।

বর্তমান যুগে শুধু চেহারা আর মেকআপের ওপর ব্যক্তিত্ব নির্ভর করে না। জামাকাপড়ের পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ অ্যাক্সেসরিজ। আর সেখানেই খুব গুরুত্বপূর্ণ ব্যাগ, বেল্ট, জুতা ইত্যাদি। তবে চামড়ার হলে তো কথাই নেই। সেক্ষেত্রে চামড়ার ব্যাগ আর জুতার জন্য নিতে হয় বাড়তি যত্ন।

আর সময়টা যেহেতু বর্ষাকাল- তাই চামড়ার ব্যাগ, জুতার বাড়তি যত্ন নিতে হবে। তবে চামড়া বা লেদারের জিনিস যত্নে রাখতে কিছু কৌশল অবলম্বন করতে হয়। জানেন কি কোন কোন উপায়ে আপনার প্রিয় ব্যাগ, জুতা বা বেল্টকে একেবারে নতুনের মতো রাখতে পারেন? জেনে নিন উপায়।

যা করবেন-

  • বাজারে লেদার বা চামড়ার জিনিস পরিষ্কার করার আলাদা ক্লিনার পাওয়া যায়। একে ‘সফট সোপ’-ও বলে। এই ক্লিনার দিয়েই লেদারের ব্যাগ বা জুতা পরিষ্কার করুন।
  • ক্লিনারটি দিয়ে পরিষ্কার করার পরে হালকা ভেজা তুলা দিয়ে তা মুছতে থাকুন। দেখবেন যাতে চামড়ার গায়ে কোনভাবে সাবান না লেগে থাকে। বছরে ২-৩ বার এভাবে পরিষ্কার করুন।
  • কখনই চামড়ার জিনিস অ্যালকোহল বা স্পিরিট জাতীয় জিনিস দিয়ে পরিষ্কার করবেন না। এতে রং নষ্ট হয়ে যায়।
  • চামড়ার জিনিস দিন পনেরো পর পর আলমারি থেকে বের করে আলো-হাওয়া পূর্ণ জায়গায় রাখুন।
  • চামড়ার জিনিসের জন্য আলাদা শাইনার পাওয়া যায়। উজ্জ্বলতা বাড়াতে শাইনার বেশ কার্যকরী। অনেকে চামড়ার জিনিসকে উজ্জ্বল করার জন্য তেল ও কন্ডিশনার ব্যবহার করেন। এটি খবরদার করবেন না। সাময়িক জেল্লা আনলেও ব্যাগের রঙের ক্ষতি হয় এতে।
  • বর্ষায় চামড়ার ব্যাগ বা জুতা ব্যবহার না করাই ভালো। চামড়ার জিনিসে পানি লাগলে সঙ্গে সঙ্গে তা ঝেড়ে ফেলে শুকাতে দিন। আগুনের গরমে শুকানোর চেষ্টা করবেন না।
  • চামড়ার জিনিস কখনও ভাঁজ করে রাখবেন না। ব্যাগ ফাঁকা থাকলে তার মধ্যে খবরের কাগজ বা বাবল র‍্যাপ, নিদেন পক্ষে পুরনো জামাকাপড় ভরে রাখুন। এতে ব্যাগের আকার অটুট থাকবে।
  • চামড়ার জিনিস হেয়ার স্প্রে, হেয়ার কালার সলিউশনের থেকে দূরে রাখুন। এতে স্পিরিট জাতীয় কেমিক্যাল থাকে যা চামড়ার রং নষ্ট করে দেয়।
  • ব্যাগে বা জুতায় কোনও রকমের দাগ দেখলে তা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিন।
  • চামড়ার জিনিস ব্যবহার করার সময়ে নিজের হাতও পরিষ্কার রাখুন। হাতে কোনও ময়লা বা তেল যেন না লেগে থাকে।

সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস।

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শীতে রুক্ষ ত্বকের যত্নে ব্যবহার করুন স্লিপিং মাস্ক
শীতে ত্বকের যত্নে টোনার, সিরাম ও ময়েশ্চারাইজারের প্রয়োজনীয়তা
নাহিদ রানার যত্ন করতে বললেন শন টেইট
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ