ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

জর্জ ফ্লয়েড হ'ত্যা: সাবেক পুলিশ কর্মকর্তার সাড়ে ২২ বছরের সাজা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৬ জুন ২০২১ , ০৮:১৩ এএম


loading/img
ডেরেক চৌভিন

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যার দায়ে শ্বেতাঙ্গ সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে ২২ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। শুক্রবার (২৫ জুন) এ রায় ঘোষণা ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

দ্যা গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২১ এপ্রিল ১২ সদস্যের জুরি বোর্ড মি. চৌভিনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে। এরপর শুক্রবার (২৫ জুন) সেই সাজা ঘোষণা করে আদালত। আদালতের এ রায়কে স্বাগত জানিয়েছেন ফ্লয়েডের পরিবার এবং সমর্থকরা।

আরও পড়ুন...কঠোর লকডাউনে গার্মেন্টস খোলা নিয়ে যা বললেন মালিকরা

গত বছর মে মাসে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনেয়াপলিসের রাস্তায় জাল নোট ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার জর্জ ফ্লয়েডের ঘাড়ে চৌভিন (৪৫) হাঁটু গেড়ে বসলে এতে মৃত্যু হয় ফ্লয়েডের। এ ঘটনার মাত্র ৯ মিনিটের একটি ভিডিও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। এমনকি ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন শুরু হয় গোটা বিশ্বে। ফ্লয়েডের মৃত্যুর পর তার পরিবার মাসখানেক পর শহর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করে।

এসআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |