রাজধানীর গুলিস্তানে মেঘলা পরিবহনের একটি বাসের চাপায় ২ পথচারী নিহত হওয়ার ঘটনায় পলাতক চালককে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (৮ জানুয়ারি) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তবে গ্রেপ্তার চালকের নাম জানায়নি র্যাব।
এ বিষয়ে রোববার (৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গুলিস্তান টোল প্লাজার সামনে মেঘলা পরিবহনের একটি বাসের চাপায় দুই পথচারীর মৃত্যু হয়। আহত হন আরও ৫ জন। ওই সময় বাসটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে যান।
আরএ/