ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

ফাইজারের আরও ৬২ লাখ টিকা পেল বাংলাদেশ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ , ১২:২৩ পিএম


loading/img
ছবি : প্রতীকী

যুক্তরাষ্ট্র করোনায় অনুদান হিসেবে ফাইজারের তৈরি আরও ৬২ লাখ ডোজ টিকা দিয়েছে বাংলাদেশকে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

যুবসমাজ ও দুর্গম অঞ্চলের জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার প্রচেষ্টায় সহায়তা হিসেবে এ অনুদান দেয়। এ পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া মোট টিকার পরিমাণ দাঁড়িয়েছে ৫১ মিলিয়নেরও (৫.১ কোটি) বেশি।

যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স হেলেন লা’ফেইভ বলেন, সম্প্রতি ১০ কোটি মানুষকে কমপক্ষে এক ডোজ টিকা প্রদানের মাইলফলক অতিক্রম করায় বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানাই। যুক্তরাষ্ট্র জীবনরক্ষাকারী টিকা অনুদান অব্যাহত রাখবে এবং ২০২২ সালের মাঝামাঝি নাগাদ দেশের ৭০ শতাংশ মানুষকে পুরো ডোজ টিকা সম্পন্ন করতে সহায়তা করে যাবে বলে আশ্বাস দেন তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |