ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

শর্তসাপেক্ষে এসকর্ট সুবিধা পাবেন ৪ রাষ্ট্রদূত : স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি নিউজ

শনিবার, ২৭ মে ২০২৩ , ০৩:০৯ পিএম


loading/img
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শর্তসাপেক্ষে ঢাকায় নিযুক্ত ভারত, সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূতদের বিশেষ নিরাপত্তা তথা এসকর্ট সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বিজ্ঞাপন

শনিবার (২৭ মে) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

সম্প্রতি রাষ্ট্রদূতদের বাইরে চলাফেরায় এসকর্ট সুবিধা প্রত্যাহারে নানা আলোচনার মধ্যেই এই সিদ্ধান্তের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

তিনি বলেন, ২০১৩ সালে আগুন সন্ত্রাসের প্রেক্ষিতে কয়েকজন রাষ্ট্রদূতকে বাইরে চলাফেরার সময় পুলিশ সদস্যদের সমন্বয়ে সার্বক্ষণিক এসকর্ট সুবিধা দেওয়া হতো। কিন্তু এখন আগের পরিস্থিতি না থাকায় তাদের এসকর্ট সুবিধা তুলে নেওয়া হয়েছিল। তবে রাষ্ট্রদূতরা চাইলে আবারও সেই সুবিধা ফিরে পাবেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, শর্তসাপেক্ষে সবাই এসকর্ট সুবিধা ফিরে পাবে। সুবিধা দিতে আনসার গার্ড রেজিমেন্ট (এজিবি) সদস্যরা প্রস্তুত রয়েছে। কোনো দূতাবাস চাইলে এসকর্ট সুবিধা নিতে পারবে। একজন পুলিশ কমান্ডারের নেতৃত্বে তাদেরকে এই সুবিধা দেওয়া হবে।

এর আগে, চলতি বছরের ১৪ মে হঠাৎ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও সৌদি আরবের রাষ্ট্রদূতদের স্থায়ী এসকর্ট সুবিধা প্রত্যাহার করে নেওয়া হয়। অন্যান্য দূতাবাসকেও পর্যায়ক্রমে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |