তিন তালাককে রাজনৈতিক ইস্যু করবেন না : মোদি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ৩০ এপ্রিল ২০১৭ , ০৩:৪৭ পিএম


তিন তালাককে রাজনৈতিক ইস্যু করবেন না : মোদি

তিন তালাক ইস্যু ব্যবহার করে যদি কেউ রাজনীতির খেলা খেলেন তা কখনোই বরদাস্ত করা হবে না। বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিজ্ঞাপন

শনিবার উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মোদি বলেন, মেয়েদের বিরুদ্ধে এ তিন তালাকের অপব্যবহার রুখতে বাবা-মাসহ সবাইকে মুখ খুলতে হবে।  এক্ষেত্রে সমাজ সংস্কারকদেরই বেশি ভূমিকা পালন করতে হবে। তুচ্ছ কারণে যেন তারা অন্যায় আচরণের বলি না হন।

বিজ্ঞাপন

এর বিরুদ্ধে সবাইকে প্রতিবাদ জানানোর আহ্বান জানান তিনি। এর আগেও বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন মোদি।

 ওই সময় তিনি বলেন, মুসলিম নারীদের প্রতি কোনোভাবে এ নিয়ে যেন অন্যায় আচরণ করা না হয়।

এক পর্যায়ে মোদি বলেন, মুসলিম নারীদের এ থেকে রক্ষায় কীভাবে কাজ করা যায় তা সবাইকে ভেবে দেখা উচিত।

বিজ্ঞাপন

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথও এর আগে এ বিষয়ে সংশ্লিষ্টদের নীরব থাকা নিয়ে প্রশ্ন তোলেন। তিন তালাকের বিষয়টি নিয়ে তিনি সরাসরি কাউকে কটাক্ষ না করলেও বিরোধী দলগুলোকে ইঙ্গিত করে বলেন, তারা কেন এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন না। মুসলিম নারীরা যে এর মারাত্মক শিকার হচ্ছেন তা কেন তারা আমলে নিচ্ছেন না।

আসছে ১১ মে পাঁচজন বিচারককে নিয়ে গঠিত বেঞ্চে এ ধরনের মামলা উত্থাপিত হবে। সম্প্রতি কয়েকজন মুসলিম নারী আদালতে অভিযোগ করেন,  তারা ফেসবুক ও হোয়াইটস অ্যাপে এ ধরনের তালাকের শিকার হয়েছেন।

আরো অভিযোগ রয়েছে, অনেকে মোবাইল ফোনে, আত্মীয়স্বজন কিংবা অন্য কোনো মাধ্যমেও তারা এর শিকার হচ্ছেন।

এপি/ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission