• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

বিশ্ব ভালোবাসা দিবস এখন সপ্তাহজুড়ে 

  ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩৮
বিশ্ব ভালোবাসা দিবস এখন সপ্তাহজুড়ে 

বিশ্বজুড়ে ১৪ ফেব্রুয়ারি পালিত হয় ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস। যদিও ৭ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে ভ্যালেন্টাইনস সপ্তাহ। আর এই সাত দিনে নানাভাবে নিজেদের ভালোবাসা প্রকাশ করেন প্রেমিক-প্রেমিকারা। প্রিয় মানুষটির জন্য স্পেশাল আয়োজনে রাঙিয়ে তোলেন দিনটি।

১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে হলেও পুরো সপ্তাহজুড়েই ভালোবাসার দিন হিসেবে পালন করে থাকেন তরুণ-তরুণীরা। আর এই গোটা সপ্তাহকেই বলা হয় ভ্যালেন্টাইনস উইক।

রোজ ডে : ৭ ফেব্রুয়ারি

রোজ ডের মাধ্যমেই শুরু হয় ভালোবাসা প্রকাশের প্রথম দিন। এ দিনটিতে প্রেমিক-প্রেমিকা একে অপরকে লাল গোলাপ উপহার দেন। বন্ধুরা একে অপরকে হলুদ গোলাপের মাধ্যমে নিবেদন তাদের বন্ধুত্বপূর্ণ ভালোবাসা।

প্রপোজ ডে : ৮ ফেব্রুয়ারি

ভ্যালেন্টাইনস উইকের দ্বিতীয় দিন প্রপোজ ডে। এ দিন প্রেমিক-প্রেমিকা একে অপরকে প্রোপোজ করেন। নিজেদের ভালোবাসার প্রকাশ করে একে অপরের সামনে প্রেম নিবেদন করেন।

চকোলেট ডে : ৯ ফেব্রুয়ারি

রোজ-ডেতে গোলাপ ফুল দিয়ে ও প্রপোজ ডে’তে ভালোবাসার প্রকাশের পর ৯ ফেব্রুয়ারি একে অপরকে চকলেট দিয়ে নিজেদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান প্রেমিক-প্রেমিকারা।

টেডি ডে : ১০ ফেব্রুয়ারি

টেডি ডে’তে একে অপরকে টেডি উপহার দেন। সাধারণত এই দিনটিতে বেশির ভাগ পুরুষরাই তাদের ভালোবাসার প্রিয় মানুষটিকে টেডি উপহার দিয়ে থাকেন। আর এই বিশেষ দিনটির জন্য বাজারে বিভিন্ন ধরনের টেডি পাওয়া যায়। এ ছাড়া দিবসটি উপলক্ষে আরও অনেক ধরনের গিফট পাওয়া যায়।

প্রমিস ডে : ১১ ফেব্রুয়ারি

গোলাপ, প্রপোজ, চকলেট এবং টেডি ডে’র পরে আসে প্রমিস ডে। আর এই দিনে সারা জীবন একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করেন প্রেমিক-প্রেমিকা।

হাগ ডে: ১২ ফেব্রুয়ারি

ভ্যালেন্টাইনস উইকের এই দিনে একে অপরকে আলিঙ্গন করেন প্রেমিক যুগল।

কিস ডে: ১৩ ফেব্রুয়ারি

১৪ ফেব্রুয়ারির ঠিক একদিন আগে কিস ডে। এই দিনটিতে প্রেমিক যুগল একে অপরের চুম্বনের মাধ্যমে ভালোবাসার প্রকাশ করেন তারা।

ভ্যালেন্টাইনস ডে : ভ্যালেন্টাইনস সপ্তাহের শেষ দিন হচ্ছে ১৪ ফেব্রুয়ারি। আর এই দিনটি ‘বিশ্ব ভালোবাসা দিবস’ হিসেবে পালন করা হয়। এ দিন প্রেমিক-প্রেমিকা একে অপরের সঙ্গে বিশেষ ডেট প্ল্যান করেন, ছবি দেখতে যান, বিভিন্ন লোকেশনে ঘুরতে যান। প্রিয় মানুষের সঙ্গে দিনটি উপভোগ করেন।

এ দিন ভালোবাসার রঙে হৃদয়কে রাঙিয়ে তোলেন প্রেম পিয়াসী তরুণ-তরুণীরা। মনের যতো না বলা কথা, সব যেন ডালাপালা মেলে ছড়িয়ে পড়ে ভালোবাসার সুরে। পরস্পর ভালোবাসা নিবেদনের মাধ্যমে প্রকাশ করে লুকিয়ে থাকা সব অনুভূতি। ভালোবাসা দিবসের সুন্দর এই মুহূর্ত আর গল্পগুলো জায়গা করে নেয় তাদের হৃদয়ের মেমোরিতে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হ্যাপি রোজ ডে: কোন রঙের গোলাপ দিচ্ছেন প্রিয়জনকে?