ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

মাদরাসায় মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে হবে কোরআন তেলাওয়াত

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ , ০৫:৩৫ পিএম


loading/img

সমালোচনার মুখে মাদরাসায় বাংলা নববর্ষ উদযাপনে মঙ্গল শোভাযাত্রা করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। শোভাযাত্রার পরবর্তীতে এখন জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) মাদ্রাসা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন এ নতুন নির্দেশনা জারি করেন। 

এতে বলা হয়, রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য বজায় রেখে জাতীয় সংগীত পরিবেশন ও কোরআন তেলাওয়াত ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন করতে হবে। 

বিজ্ঞাপন

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এই আদেশটি দেশের সব বেসরকারি মাদরাসার অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ি প্রধানদের পাঠানো হয়েছে।

এর আগে, গত ৩ এপ্রিল দেশের সব মাদ্রাসায় মঙ্গল শোভাযাত্রা পালনের নির্দেশনা দেওয়া হয়েছিল। এরপর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এই নির্দেশনা প্রত্যাহারের দাবি জানিয়েছিল ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |