ঢাকাসোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

বিজ্ঞাপন ছাড়াই ইউটিউবে ভিডিও দেখার সুযোগ

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩ , ১০:৪০ পিএম


loading/img

ইউটিউবে বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখার সুবিধা চালু হয়েছে। এর ফলে এখন থেকে বিজ্ঞাপনের কোনো ঝামেলা ছাড়াই একটানা ভিডিও দেখা যাবে।

বিজ্ঞাপন

বাংলাদেশে চালু হওয়া ইউটিউবের এই নতুন সুবিধার নাম ‘ইউটিউব প্রিমিয়াম’। তবে এটি বিনামূল্যে ব্যবহার করার কোনো সুযোগ নেই। ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশন নিতে প্রতি মাসে গুনতে হবে ২৩৯ টাকা। তবে প্রথম মাসে ফ্রি ট্রায়াল হিসেবে ব্যবহার করা যাবে।

এ ছাড়া ৪৪৯ টাকার ফ্যামিলি প্যাকেজ সাবস্ক্রিপশন নিয়ে সর্বোচ্চ ৫ জন ‘ইউটিউব প্রিমিয়াম’ ব্যবহার করতে পারবেন। আর শিক্ষার্থীদের জন্য সাবস্ক্রিপশন খরচ প্রতি মাসে মাত্র ১৩৯ টাকা।

বিজ্ঞাপন

২০১৮ সালে ‘ইউটিউব প্রিমিয়াম’ সেবা চালু হয়। বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ইতোমধ্যে এই সেবা নিচ্ছেন। এটির সাবস্ক্রিপশন নিয়ে আপনি মোবাইল, কম্পিউটার বা টেলিভিশন যেখানেই ইউটিউব ভিডিও দেখেন না কেন, কোনো বিজ্ঞাপন প্রর্দশন করবে না।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |