ঢাকামঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ পেল ক্লিয়ার কনসেপ্ট

বশেমুরবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২০ নভেম্বর ২০২৩ , ০২:৪৬ পিএম


loading/img
ছবি : আরটিভি

স্বাস্থ্য প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২৩’ পেয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মো. রিয়াজ হোসাইন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. হীরক শেখের সংগঠন ক্লিয়ার কনসেপ্ট। ঔষধ বিষয়ক তথ্য সম্পর্কিত অনলাইন প্ল্যাটফর্ম 'ক্লিয়ার কনসেপ্ট' ইনোভেশন এন্ড কমিউনিকেশন ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ড পায়।  

বিজ্ঞাপন

শনিবার (১৮ নভেম্বর) সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন কেন্দ্রে হীরক ও রিয়াজের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ বছর সারা দেশে ছয়টি ক্যাটাগরিতে তরুণদের ১২ টি সংগঠনকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. হীরক শেখ প্রতিষ্ঠিত সংগঠন 'ক্লিয়ার কনসেপ্ট' দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের ২৫০ জনের বেশি সক্রিয় সদস্যকে নিয়ে 'নিশ্চিত করবো সঠিক এবং নিরাপদ ঔষুধের ব্যবহার' এই স্লোগানকে ধারণ করে ২০১৯ সাল থেকে স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

জয় বাংলা অ্যাওয়ার্ডে পুরস্কৃত হওয়ার পর মো. রিয়াজ হোসাইন বলেন, প্রথমেই কৃতজ্ঞতা স্বীকার করি মহান আল্লাহ তাআলার প্রতি তার অশেষ রহমতে এবং আমার অক্লান্ত পরিশ্রমে আজকের এই অর্জন। আমি আরও ধন্যবাদ জানাই, আমার মা, বাবা, বড় ভাই, বোন এবং সকল শিক্ষক এবং আমার ডিপার্টমেন্টের সবার প্রতি। এই অর্জনের পিছনে ছিল আমাদের অক্লান্ত পরিশ্রম, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ হীরক শেখ ভাইয়ের প্রতি। তিনি আমাকে তার সঙ্গে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। বিশেষ করে ওনার অক্লান্ত পরিশ্রমেই আজকের এই জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২৩ আমরা পেয়েছি। সারা বাংলাদেশের সাতশোর অধিক সংগঠনের মধ্যে আমরা ইনোভেশন এন্ড কমিউনিকেশন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড অর্জন করি। আমি বলবো এ দেশের তরুণরা দেশের সাধারণ মানুষের জন্য যেন কিছু উপহার দিতে পারে। আমরা স্বাস্থ্য বিষয়ে ঔষধ সম্পর্কে মানুষের ভুল গুলো নিয়ে কাজ করি। যেখানে পেশেন্ট কাউন্সিলিং, অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স, ড্রাগ ইন্টারেকশন, নারী স্বাস্থ্য এবং কমিউনিকেবল ডিজিজ গুলো নিয়ে ভিডিও কনটেন্ট তৈরী করে মানুষের কাছে পৌঁছে দেই। আমাদের পেইজে প্রায় দুই লক্ষ মানুষ রয়েছে। তাছাড়াও 'এই ঔষধ কেনো খাবো' গ্রুপে জয়েন হয়ে ফ্রিতে যেকোনো ঔষধ, রোগ সম্পর্কিত তথ্য জানতে পারবেন।

উল্লেখ্য, তারুণ্যের বৃহত্তম প্ল্যাটফর্ম 'ইয়াং বাংলা' ২০১৫ সাল থেকে প্রদান করে আসছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। এর আগের ছয় আসরে ১৪৫ তরুণদের নেতৃত্বাধীন সংগঠনকে সম্মানিত করা হয়েছে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |