• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

মালয়েশিয়ায় অবৈধভাবে ক্লিনিক খোলায় ২ বাংলাদেশি আটক

আরটিভি নিউজ

  ০৩ অক্টোবর ২০২৪, ২৩:৫৪
ছবি: সংগৃহীত।

মালয়েশিয়ায় অবৈধভাবে ক্লিনিক খুলে ব্যবসা পরিচালনার অভিযোগে দুই বাংলাদেশি চিকিৎসককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ওষুধও জব্দ করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে বেশিরভাগ ওষুধ ছিল পাচার করা।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানী কুয়ালালামপুরের দুটি ক্লিনিকে ফেডারেল টেরিটরির ফার্মাসিউটিক্যাল সার্ভিসেস ডিভিশন এবং পুত্রজায়া স্বাস্থ্য বিভাগের সঙ্গে ইমিগ্রেশন বিভাগের যৌথ অভিযানে দুই বাংলাদেশি চিকিৎসককে আটক করা হয়। তবে তাদের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

প্রথম অভিযানে ২৪ বছর বয়সী সন্দেহভাজন বাংলাদেশি ডাক্তার রোগীকে চিকিৎসা দেওয়ার সময় আটক হন এবং অপরজনকে কাছের একটি ক্লিনিকে অভিযান চালিয়ে আটক করা হয়।

ডাক্তার হিসেবে দেশটিতে বৈধ কাগজপত্র দেখাতে না পারা এবং রোগীদের চিকিৎসা দেওয়ার অভিযোগে ওই দুই বাংলাদেশি ডাক্তারকে আটক করা হয়।

জানা গেছে, সন্দেহভাজন ওই দুই বাংলাদেশি গোপনে ক্লিনিক খুলে বসেন এবং রোগীদের চিকিৎসা শুরু করেন। রোগীপ্রতি ৫০ রিঙ্গিত থেকে ৮০ রিঙ্গিত পর্যন্ত চার্জ নিয়ে ওয়াক-ইন ভিত্তিতে তারা চিকিৎসা দিতেন।

আরটিভি/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
অবৈধ বাংলাদেশিদের জন্য মুম্বাইয়ে ‘ভালো’ ডিটেনশন সেন্টার তৈরির ঘোষণা 
ভারতের বদলে বিকল্প পর্যটনে ঝুঁকছেন বাংলাদেশি ভ্রমণ পিপাসুরা
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ ডিসেম্বর)