আতঙ্কে ৫৯ হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করল ভারত
ভারতে সাইবার অপরাধ দিনদিন বেড়েই চলেছে। এ অপরাধের ‘ডিজিটাল অ্যারেস্ট’ নিয়ে আতঙ্ক মোকাবিলায় বড় পদক্ষেপ নিয়েছে দেশটি। এরই মধ্যে সন্দেহজনক ১ হাজার ৭০০ স্কাইপে আইডি ও ৫৯ হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করেছে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে হিন্দুস্থান টাইমস।
ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি জানিয়েছে, গত ১০ মাসে এই প্রতারণার শিকার হয়ে ২ হাজার ১৪০ কোটি টাকা হারিয়েছে সাধারণ মানুষ। থাইল্যান্ড, হংকং, লাওসের মতো একাধিক দেশ থেকে ভারতে এই ডিজিটাল প্রতারণা করা হচ্ছে। এ মামলার তদন্তে প্রায় ১৫৯ কোটি টাকার সন্ধান পাওয়া গেছে। যার পুরোটাই ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে প্রতারণা করা হয়েছে। এরইমধ্যে প্রতারণা চক্রের অনেককে গ্রেপ্তার করা হয়েছে।
সম্প্রতি রেডিও’র এক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, যেভাবে ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে মানুষের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে তা বিপজ্জনক। এ ধরনের ঘটনায় অযথা ভয় না পেয়ে মাথা ঠান্ডা রেখে ফোনকল রেকর্ড করার পরামর্শ দেন মোদি।
আরটিভি/এসএপি/এস
মন্তব্য করুন