নতুন বছর ৬৫০ সিসির ৩ বাইক আনছে রয়্যাল এনফিল্ড

আরটিভি নিউজ

রোববার, ২২ ডিসেম্বর ২০২৪ , ০৬:৪৪ পিএম


নতুন বছর ৬৫০ সিসির ৩ বাইক আনছে রয়্যাল এনফিল্ড
সংগৃহীত ছবি

বাইকের বাজারে রয়্যাল এনফিল্ড প্রায় এক শতাব্দী ধরে জনপ্রিয়। রেট্রো ডিজাইনের সঙ্গে শক্তিশালী ইঞ্জিন, বাইকপ্রেমীদের কাছে সব সময়ই আবেগের নাম রয়্যাল এনফিল্ড।

বিজ্ঞাপন

২০২৪ সালে ৬৫০ সিসির নতুন ৩ বাইক আনার ঘোষণা দিয়েছে সংস্থাটি। চলুন দেখে নেওয়া যাক কোন বাইকগুলো আনছে সংস্থা-

রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০

বিজ্ঞাপন

সবচেয়ে বেশি বিক্রি হওয়া রয়্যাল এনফিল্ড ক্লাসিকের ৬৫০ সিসির নতুন ভার্সন আসতে চলেছে বাজারে। আসন্ন রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০-এর পাওয়ারট্রেন হিসেবে ৬৪৮ সিসির প্যারালাল টুইন ইঞ্জিন থাকবে। এতে সর্বোচ্চ ৪৭.১ বিএইচপি শক্তি থাকবে এবং ৫২.৪ এনএম টর্ক উৎপন্ন হবে। ২০২৫ সালের প্রথম তিন মাসের মধ্যেই বাজারে আসতে চলেছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০।

রয়্যাল এনফিল্ড বুলেট ৬৫০

নতুন বছরের শুরুতেই বাজারে আসবে রয়্যাল এনফিল্ডের বুলেট ৬৫০ বাইকটি। এরই মধ্যে এর টেস্টিংয়ের সাক্ষী হয়েছেন অনেকেই। ভারতে বহুবার চোখে পড়েছে এই রয়্যাল এনফিল্ড বুলেট ৬৫০ বাইকটিকে টেস্টিং করতে। ৬৪৮ সিসি টুইন সিলিন্ডার ইঞ্জিনের সঙ্গে বাজারে আসবে এই বাইকটি।

বিজ্ঞাপন

রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৬৫০

বিজ্ঞাপন

যেকোনো বাইকের বিকল্প হতে চলেছে নতুন রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৬৫০ বাইকটি। রয়্যাল এনফিল্ডের ইন্টারসেপ্টর বাইকের ট্রেলিস প্ল্যাটফর্মের উপর এই নতুন বাইকটি গড়ে উঠেছে। আগামী বছরের মাঝামাঝিতে এই বাইক বাজারে আনতে পারে সংস্থা।

আরটিভি/এসএপি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission