ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

১০ লাখ টাকা বাঁচাতে পারে শরীফুলকে

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ১১ মার্চ ২০১৮ , ০৬:১৭ পিএম


loading/img

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী শরীফুল আলম জিহাদী দুরারোগ্য কোলন ক্যানসারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন।

বিজ্ঞাপন

তাকে বাঁচাতে হৃদয়বান ব্যক্তিদের সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন শরীফুলের পরিবার ও সহপাঠিরা।

শরীফুল কক্সবাজার সদরের ঈদগাহর জাকির পাড়ার হোসেন আহমদের ছোট ছেলে।

বিজ্ঞাপন

তার সহপাঠিরা জানান, সম্প্রতি বিভাগের অভ্যন্তরীণ অনুদানে ১ লাখ টাকা সংগ্রহ করে শরীফুলকে উচ্চতর চিকিৎসার জন্য ভারত পাঠানো হয়। কলকাতার টাটা মেডিকেল সেন্টারে তার রোগের বিভিন্ন পরীক্ষা করা হয়। মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করার পর দুরারোগ্য কোলন ক্যানসার ধরা পড়ে। 

শরীফুলের চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু আর্থিক অভাবের কারণে তার চিকিৎসা বন্ধ হয়ে গেছে। এজন্য তাকে বাঁচাতে হৃদয়বান ব্যক্তিদের সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন শরীফুলের পরিবার ও সহপাঠিরা।

শরীফুলকে সাহায্য পাঠানোর ঠিকানা : বিকাশ: ০১৮১৮১৫৫০২২ ও ০১৮৩২৮৭৮৬২৮। ব্যাংক অ্যাকাউন্ট: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কক্সবাজার ঈদগাহ শাখা, মোহাম্মদ ইব্রাহিম (সম্পর্কে বড় ভাই), সেভিং অ্যাকাউন্ট নং-৭৬৩৯।

বিজ্ঞাপন

আরও পড়ুন: 

এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |