• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

রাবিতে প্রথমবর্ষের ক্লাস শুরু ২১ জানুয়ারি

রাজশাহী প্রতিনিধি

  ০৫ জানুয়ারি ২০১৯, ২০:১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ২১ জানুয়ারি। এদিন শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগে তাদের পরিচিতি ক্লাস অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এএইচ এম আসলাম হোসেন।

তিনি জানান, ১৫ জানুয়ারি ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কয়েকটি অনুষদে কিছু আসন ফাঁকা রয়েছে। সেসব আসনে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি চলছে। ভর্তি প্রক্রিয়া শেষ হলেই ২১ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

এদিকে নয় দিনের শীতকালীন অবকাশসহ ১২ দিনের ছুটি শেষে আগামীকাল রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে গেল বৃহস্পতিবার সকাল ১০টায় আবাসিক হলগুলো খুলে দেয়া হয়।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুয়াশার সঙ্গে বাড়তে পারে শীতের তীব্রতা
কর্মচারীদেরকে জাবি ছাত্রশিবিরের শীতবস্ত্র উপহার
জাবি ছাত্র শিবিরের শীতবস্ত্র উপহার
আহ্সানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ১৬ গোলে হারিয়ে রাবির জয়