ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

যারা সুবিধা পায় তারাই বলে আওয়ামী লীগ আছে : মান্না

আরটিভি নিউজ

শুক্রবার, ১২ আগস্ট ২০২২ , ০৪:২৩ পিএম


loading/img
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগকে দেখতে পারে এমন মানুষ এখন দেখা যায় না। যারা শুধু সুবিধা পায় তারাই বলে আওয়ামী লীগ আছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ আগস্ট) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

মান্না বলেন, প্রধানমন্ত্রী বলেছেন দেশে পেট্রোল-অকটেন তৈরি হয়, তাহলে সংকট কেন। ওনি কি তাহলে জেনে কথা বলেন নাকি সবসময় না জেনেই কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশের টাকা বিদেশে পাচার হয়। অথচ, সরকার কোনো পদক্ষেপ নেয় না। সরকার সেই লোকগুলোকে ধরে না। আবার সংসদে দাঁড়িয়ে বলে, অর্থ পাচারকারীদের তালিকা তাদের কাছে আছে। 

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত যখন বলছে, বাংলাদেশ সরকার তাদের কাছে সুইস ব্যাংকের তথ্য চায়নি। এখন হাইকোর্টও জানতে চাইছেন সরকার কি আসলেই আবেদন করেছে কি না। যা জনগণও জানতে চায়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |