ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

ডিসেম্বর পর্যন্ত সারের পর্যাপ্ত মজুত রয়েছে : কৃষিমন্ত্রী

আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২ , ০৪:০৪ পিএম


loading/img
ড. আব্দুর রাজ্জাক। ফাইল ছবি

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ডিসেম্বর পর্যন্ত সারের পর্যাপ্ত মজুত রয়েছে। সারের বাড়তি দাম ইস্যুতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে সচিবালয়ে ভিয়েতনামের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। 

মন্ত্রী জানান, কারসাজি করে সারের দাম বাড়তি নেওয়া হচ্ছে। এ ইস্যুতে অনেক ডিলারের লাইসেন্স বাতিল হবে। 

বিজ্ঞাপন

এর আগে গত ২৩ আগস্ট এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আগামী জানুয়ারি পর্যন্ত চাহিদা অনুযায়ী সব রকমের সারের পর্যাপ্ত মজুত রয়েছে। কাজেই সার নিয়ে কারসাজি করে কৃত্রিম সংকট তৈরি ও বেশি দামে বিক্রি করলে ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে। পাশাপাশি কৃত্রিম সংকটকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |