• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

মধুর ক্যান্টিনে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

  ২০ অক্টোবর ২০১৯, ১৪:৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছেন ছাত্রলীগ সমর্থিত মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।

রোববার (২০ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেসবুকে ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের একটি ‘ফেসসবুক বায়ো’র স্ট্যাটাস নিয়ে সংবাদ সম্মেলন করছিল মুক্তিযোদ্ধা মঞ্চ। এসময় সেখানে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী গেলে তাদের ওপর ওই হামলার ঘটনা ঘটে।

মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা মঞ্চ কালকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করে ছাত্রদলকে। এসময় ছাত্রদল মধুর ক্যান্টিনের মেঝেতে অবস্থান করে।

সংবাদ সম্মেলন শেষ হতেই মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা আমিনুল হক বুলবুল ছাত্রদল নেতৃবৃন্দের দিকে মারতে তেড়ে যায়। একপর্যায়ে তাদেরকে মারধর শুরু করলে মঞ্চের অন্য নেতারাও এতে যোগ হয়।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করবেন না ছাত্রদলের দুই শীর্ষ নেতা
---------------------------------------------------------------------

এতে ছাত্রদলের কয়েকজন নেতা গুরুতর আহত হয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরাও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে যোগ দেন বলে ছাত্রদলের নেতারা অভিযোগ করেছেন।

আহতদের মধ্যে, মামুন খান (এসএম হল, ২০০৩-০৪ সেশন), শাহজাহান শাওন (জিয়া হল, ২০০৮-০৯), তারেক হাসান মামুন (জিয়া হল ২০১০-১১) এবং নাইম হাসানের নাম জানা গেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতাল এবং বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে।

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রলীগ নেতা সজিবকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
পটিয়ায় পিকনিকের বাসের ধাক্কায় নিহত ২
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ
ঢাবিতে যানচলাচল সীমিতসহ যে নির্দেশনা দিলো প্রশাসন