আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। প্রতিবারের মতো এবারও দেশব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদত-বন্দেগির মাধ্যমে ধর্মপ্রাণ মুসলিমরা পালন করবেন পবিত্র শবে কদর। মহান আল্লাহ তা’আলা এ রাতকে হাজার মাসের চেয়ে মর্যাদাবান ঘোষণা করেছেন।
আয়েশা (রা.) থেকে বর্ণিত আছে যে, রাসুল (সা.) বলেন, তোমরা রমজানের শেষ ১০ দিনের বেজোড় রাতে কদরের রাত অনুসন্ধান কর। (সহিহ বুখারি, হাদিস নং : ২০১৭, মুসলিম, হাদিস নং : ১১৬৯)
এ রাত নিয়ে পবিত্র আল-কোরআনে এরশাদ হয়েছে, নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে। আর মহিমান্বিত রাত সম্পর্কে তুমি কি জানো? মহিমান্বিত রাত হাজার মাসের চেয়ে উত্তম। (সুরা : কদর, আয়াত : ১-৩)
এ রাতের আরেকটি মর্যাদা হল এ রাতে গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করা হয়। মহান আল্লাহ তা’য়ালা বলেছেন, নিশ্চই আমি তা (পবিত্র কোরআন) মহিমান্বিত রাতে অবতীর্ণ করেছি, আমি তো সতর্ককারী। এ রাতেই প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরকৃত হয়। (সুরা : দুখান, আয়াত : ৩-৪)।
হাদিসে রয়েছে, রমাযানের শেষ দশ দিনে তোমরা কদরের রাত তালাশ কর। (বোখারি ২০২০ মুসলিম :১১৬৯)
এসআর/