• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

পার্টিতে যেয়ে করোনা পজিটিভ বোল্ট, নেগেটিভ গেইল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ আগস্ট ২০২০, ১৯:০৪
পার্টিতে যেয়ে করোনা পজিটিভ বোল্ট, নেগেটিভ গেইল
ছবি: সংগৃহীত

দেশের ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসর ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলছেন না টি-টোয়েন্টির সবচেয়ে বড় তারকা খ্যাত ক্রিস্টোফার হ্যানরি গেইল। পার্টি, উৎসবে মেতে থাকতে দেখা যায় সব সময়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গেইলের পেজগুলোতে ঘুরলেই সেসব দেখা যায়। সিপিএলে না খেললেও প্রস্তুতি নিচ্ছেন সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের ত্রয়োদশ আসরে খেলতে।

তবে সম্প্রতি গতির রাজা উসাইন বোল্টের জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ পান গেইল। সরকারী আইনে সামাজিক দূরত্ব মানার কথা থাকলেও পার্টিতে আবার দূরত্ব!

গেইল হাজির হন, সেখানে উদ্দাম মাস্তি করতেও দেখা যায় তাদের। এরপর করোনা পরীক্ষা করালে ফলাফল আসে বোল্টের ‘করোনা পজিটিভ’।

এরপর গেইলও পরীক্ষা করান তবে ফলাফল মেলে করোনা নেগেটিভ তিনি। নেগেটিভ ফলাফলের খবর জানাতে গিয়ে ইনস্টাগ্রামে গেইল লেখেন, ‘কদিন আগে কোভিড-১৯ পরীক্ষা করাই। ভ্রমণের আগে আরও একবার পরীক্ষা করাতে হবে। এই দুই পরীক্ষার ফলই নেগেটিভ দরকার। প্রথমটা নেগেটিভ এসেছে’।

আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলতে কদিনের মধ্যেই আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বেন গেইল।

এদিকে উসাইন বোল্ট তার করোনা পজিটিভের খবর নিশ্চিত করেছেন টুইটারে। তিনি জানিয়েছেন, ‘শুভ সকাল। গত শনিবার পরীক্ষা করাই, কোভিড-১৯ পজিটিভ আমার। আমি ঘরেই আছি, সবার থেকে দূরে থাকছি, যদিও কোনো লক্ষণ নেই শরীরে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ মতো কোয়ারেন্টিনে থাকছি।’

এমআর/

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গতিমানব থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে উসাইন বোল্ট