ক্রিকেটের বাইশ গজে ব্যাট হাতে ছিলেন বোলারদের জন্য ত্রাসের রাজা। একের পর এক চার-ছয়ে প্রতিপক্ষের বোলারদের নাস্তানাবুদ করে ছাড়তেন তিনি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল তো খেলাকে বিদায় জানিয়েছেন সেই কবেই। তাহলে আবার কীভাবে ছক্কা হাঁকাতে গিয়ে ব্যাট ভাঙবেন ইউনিভার্স বস? হ্যা, এমন ঘটনাই ঘটেছে গতকাল।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনও কালেভদ্রে দেখা মেলে গেইলের। ব্যাট ছাড়লেও চার-ছয় হাঁকাতে যে একদমই ভোলেননি, তা লিজেন্ডস লিগ ক্রিকেটে দেখিয়েছেন তিনি। কিন্তু চার-ছয়ের মেলা বসাতে পটু এই উইন্ডিজ তারকার দল গুজরাট জায়ান্টসের হয়ে ব্যাট হাতে ঝড় তুলতে গিয়েই ব্যাট ভাঙার মত কান্ড ঘটিয়েছেন।
গতকাল লিজেন্ডস লিগে বিলওয়ারা কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল গুজরাট জায়ান্টস। আগে ব্যাট করতে নেমে কাল নিজ দলের হয়ে ঝড় তুলেছিলেন গেইল। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে মাত্র ২৭ বলেই করেছেন ৫২ রান। ৮ টি চারের সাথে মেরেছেন ২টি ছয়ও। মারকুটে এমন ব্যাটিং করতে গিয়েই ব্যাট ভেঙে ফেলেন তিনি।
এ ম্যাচের ষষ্ঠ ওভারে বিলওয়ারা কিংসের সাবেক ইংলিশ বোলার রায়ান সাইডবটমকে বেধড়ক পিটিয়েছেন গেইল। টানা দুই ছয় দিয়ে শুরু। এরপর মেরেছেন তিনটি চার। বল বাউন্ডারি ছাড়া করার পুরনো নেশায় যেন তিনি মেতে ওঠেছিলেন কাল। আর তখনই ঘটে এমন কান্ড।
সাইডবটমের করা চতুর্থ বলটি ছিল একটি স্লোয়ার বাউন্সার। গেইল চেয়েছিলেন বাউন্ডারির ওপারে পাঠাতে। সেভাবে ব্যাট চালিয়েছিলেন তিনি। কিন্তু বল ব্যাটের মাঝে লাগায় সাথে সাথেই ভেঙে যায়। তবে ব্যাট ভাঙলেও নিরাশ হতে হয়নি গেইলকে, ছয় না হলেও সেটি চার হয়েছে। তার এমন মারকুটে ব্যাটিংয়ের পর কাল গুজরাট শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নিয়েছে ৩ রানের ব্যবধানে।
Universe Boss: Breaking bats and records since forever!
— FanCode (@FanCode) November 22, 2023
.
.#LegendsOnFanCode @llct20 @giants_gujarat @henrygayle pic.twitter.com/w2Qimp2xqO