ইংল্যান্ড-পাকিস্তানের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার ওল্ড ট্রাফোর্ডে টস হেরে ইংল্যান্ড ব্যাট করতে নেমে ১৬ ওভার ১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩১ রান তোলার পর বৃষ্টি এসে হানা দেয়।
এরপর ম্যানচেস্টারের এই মাঠে আর খেলা শুরু করা যায়নি। স্থানীয় সময় রাত ৯টার সময় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
রোববার একই মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
বৃষ্টির আগে ইংল্যান্ডের হয়ে ঝলক দেখিয়েছেন টম ব্যান্টন। ৪১ বল খেলে চার চার ও পাঁচ ছক্কায় ৭১ রান করেন।
এর মধ্য দিয়ে ২১ বছর বয়সী এই ওপেনার সবচেয়ে কম বয়সী ইংলিশ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি করার কৃতিত্ব দেখান।
ওয়াই