ইংল্যান্ডের সামনে বড় লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া
শুরুটা ছন্নছাড়া হলেও শেষটা ভালো হয়েছে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ম্যানচেস্টারে টসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় অস্ট্রেলিয়া। ৫০ ওভারে অজিদের সংগ্রহ ২৯৪ রান, ৯ উইকেট হারিয়ে।
ব্যাট করতে নেমে অজি ওপেনার ডেভিড ওয়ার্নার সাজ ঘরে ফেরেন ১৪ বলে ৬ রান করে। আরেক ওপেনার অ্যারন ফিঞ্চও যেতে পারেননি বেশি দূর। ২৫ বলে মাত্র ১৬ রানে করে উইকেটের পেছনে ক্যাচ দেন মার্ক উডের বলে।
তবে দুই নম্বরে ব্যাট করতে নেমে ৩৪ বলে ৪৩ রানের ইনিংস খেলেন স্টিভ স্মিথের বদলে খেলা মার্কুস স্টয়নিস। মার্নাস লাভুশানে ৩০ বলে ২১ রান করে ফেরার পর মিচেল মার্শ খেলেন ১০০ বলে ৭৩ রানের ইনিংস।
অ্যালেক্স ক্যারি ১০ রানের ফেরার পর মার্শের সঙ্গে ১২৬ রানের জুটি গড়েন গ্লেন ম্যাক্সওয়েল। তাতেই বড় সংগ্রহের পথে এগিয়ে যায় অজিরা। জোফরা আর্চারকে দুই বলে দুই ছয় হাঁকিয়ে পরের বলে বোল্ড হয়ে সাজ ঘরে ফেরেন ম্যাক্সওয়েল। ততক্ষণে ৫৯ বলে ৭৭ রান যোগ করেন নামের পাশে। শেষ দিকে বাকীদের ছোট ছোট ইনিংসে তিনশ রানের কাছে পৌঁছে যায় সফরকারীরা।
ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নেন জোফরা আর্চার ও মার্ক উড। এছাড়া ২ উইকেট নেন আদীল রশিদ এবং ১ উইকেট নেন ক্রিস ওকস।
এমআর/
মন্তব্য করুন