• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

অসুস্থ সতীর্থকে হ্যাটট্রিক উৎসর্গ করলেন সালাহ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৬
Mohamed Salah, , Moamen Zakaria
ছবি- সংগৃহীত

জয় দিয়ে মৌসুম শুরু চ্যাম্পিয়ন লিভারপুলের। মিশরীয় তারকা মোহাম্মদ সালাহর হ্যাটট্রিকে ১৬ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরা লিডস ইউনাইটেডকে হারিয়েছে ৪-৩ গোলে।

শনিবার ম্যাচের ৮৮ মিনিটে হ্যাটট্রিকের পর মিশরীয় সতীর্থ মোয়ামেন জাকরিয়াকে সম্মান জানিয়েছেন সালাহ। দুই কানে হাত দিয়ে জাকরিয়ার প্রতি ইঙ্গিত দেন তিনি।

৩২ বছর বয়সী জাকরিয়া অ্যামায়োট্রফিক ল্যাটেরাল সেক্লরোসিস বা মোটর নিউরন রোগে আক্রান্ত। কয়েকদিন আগে দুরারোগে আক্রান্ত হওয়ার পর জানা যায়, আর কোনও দিন মাঠে নামতে পারবেন না মিশরীয় লিগের দল আল আহলির এই অ্যাটাকিং মিডফিল্ডার।

গেল শুক্রবার আল আহলি ক্লাবের পক্ষ থেকেও জাকরিয়ার প্রতি সম্মান জানানো হয়।

এদিকে ৭ প্রিমিয়ার লিগে গোলের রোমাঞ্চকর ম্যাচে জয়ের জন্য শুরু থেকেই মরিয়া ছিল লিভারপুল-লিডস। প্রথমার্ধে ৩-২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল।

দ্বিতীয়ার্ধে উভয় দল গোল করে একটি করে। অলরেডদের পক্ষে সালার হ্যাটট্রিকের দুটি গোলে পেনাল্টি থেকে। বাকি এক গোল করেন ভার্জিল ফন ডাইক।

লিডস ইউনাইটেডের পক্ষে একবার করে লক্ষ্যভেদ করেন, জ্যাক হ্যারিসন, প্যাটট্রিক ব্যামফোর্ড ও মাতেউস।

লিভারপুলের প্রথম খেলোয়াড় হিসেবে টানা চার লিগের উদ্বোধনী দিনে গোল করার রেকর্ড গড়েন সালাহ।

আরও পড়ুন: কোম্যানের অধীনে প্রথম ম্যাচেই মেসিদের জয়

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উড়ন্ত লিভারপুলকে রুখে দিলো ম্যানচেস্টার ইউনাইটেড
শীর্ষে থেকেই বছর শেষ করল লিভারপুল 
লেস্টারকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল লিভারপুল
৯ গোলের ম্যাচে টটেনহ্যামকে হারাল লিভারপুল