বৃষ্টিতে ভিজেই এইচপি দলের অনুশীলন
বুধবার থেকে শুরু হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) দলের অনুশীলন ক্যাম্প।
প্রথম দিন যোগ দিয়েছেন স্কোয়াডে ডাক পাওয়া ২৫ ক্রিকেটারের মধ্যে ২৪ জন। ব্যক্তিগত কারণে যোগ দেননি পেসার শরিফুল ইসলাম।
হোম অব ক্রিকেট মিরপুরের ইনডোরে বিপ টেস্ট ও ফিটনেস ট্রেনিংয়ের মধ্য দিয়ে শুরু হয় ক্যাম্প।
এরপর দুপুরে বৃষ্টিতে ভিজেই অ্যাকাডেমি মাঠে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনুশীলন করেছেন আফিফ-আকবররা।
এইপি দলের এই স্কোয়াডে ডাক পাওয়া ২৫ জনের মধ্যে ১২ জনই যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য।
১১ থেকে ২৩ অক্টোবর হতে যাওয়া তিন দলের ওয়ানডে সিরিজে অংশ নেবেন বিশ্বজয়ী দলের ১০ সদস্য।
এক নজরে হাই পারফরম্যান্স দল
ব্যাটসম্যান: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়
স্পিনার: মিনহাজুল আবেদীন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, রকিবুল হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, এসকে মাহাদী হাসান
পেসার: শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধো, মৃত্তুনজয় চৌধুরী নিপুন, শাহিন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, আভিষেক দাস, রেজাউর রহমান রাজা
উইকেট-রক্ষক: মাহিদুল ইসলাম ভূইয়া আনকন, আকবর আলী
ওয়াই/এম
মন্তব্য করুন