নাজমুলদের বিরুদ্ধে ব্যাট করছে মাহমুদুল্লাহর দল
মাঠে গড়ালো বিসিবি প্রেসিডেন্টস কাপ। প্রথম ম্যাচে নাজমুল একাদশের মুখোমুখি মাহমুদুল্লাহ একাদশ।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জেতার পর মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন মাহমুদউল্লাহ একাদশকে ব্যাট করতে পাঠিয়েছেন নাজমুল একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
দীর্ঘ সাত মাস করোনাকালীন বিরতির পর প্রথমবারের মতো প্রতিযোগিতাপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ বাতিল হওয়ার পর ঘরের মাঠেই ক্রিকেট ফেরানোর ঘোষণা দেয়া হয়েছিল। প্রথমে দুটি দুই দিনের প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছিল বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
জাতীয়, হাই পারফরম্যান্স ও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়ে তিন দলে ভাগ হয়ে এবার বিসিবি প্রেসিডেন্টস কাপে অংশ নিচ্ছেন ক্রিকেটাররা।
ম্যাচটি সরাসরি দেখা যাবে এই লিঙ্কে
মাহমুদুল্লাহ একাদশ
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাইম শেখ, লিটন কুমার দাস, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, ইবাদত হোসেন, রুবেল হোসেন, আবু হায়দার রনি, আমিনুল ইসলাম বিপ্লব ও রাকিবুল হাসান।
মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, মেহেদি হাসান মিরাজ, রাকিবুল হাসান,
নাজমুল একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, নাইম হাসান ও রিশাদ হোসেন।
আরও পড়ুনঃ
ওয়াই
মন্তব্য করুন