ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ফেডারেশন কাপেও গ্যালারিতে থাকছে দর্শক

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০ , ০৩:৪৯ পিএম


loading/img
সাম্প্রতিক ছবি

আগামী ২২ ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্ট। করোনা বিরতির পর এটাই ঘরোয়া ফুটবলের প্রথম আসর। খেলা দেখতে সীমিত আকারে দর্শকদের মাঠে প্রবেশের অনুমতি দেবে বলে জানিয়েছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। 

বিজ্ঞাপন

মঙ্গলবার বাফুফে ভবনে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সাক্ষর উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। 

গেল মাসে বঙ্গবন্ধু স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দুটি ম্যাচে দিয়ে ফুটবলে ফিরে বাংলাদেশ। ওই ম্যাচ দুটিতে গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি দেয়া হয়েছিল।

বিজ্ঞাপন

প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ম করেছেন “নো মাস্ক, নো সার্ভিস।” ফেডারেশন কাপেও আমরা দর্শকদের মাস্ক ছাড়া প্রবেশ করতে দিবো না।

স্বাস্থ্যবিধি মেনে টুর্নামেন্ট আয়োজন করা হবে। টুর্নামেন্ট চলার সময় দুইবার খেলোয়াড়দের কোভিড-নাইনটিন টেস্ট করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সদস্য মো. ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এবং প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সৈয়দ রিয়াজুল করিম।

বিজ্ঞাপন

এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), প্রিমিয়ার ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর শামসুদ্দিন চৌধুরী এবং আইএফআইসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন শাহ্ মো. মঈনুদ্দিন।

প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ওয়ালটন, পাওয়ার্ড বাই প্রিমিয়ার ব্যাংক এবং কো-স্পন্সর আইএফআইসি ব্যাংক।

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |