টেস্টে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন স্কোর করেছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৩৬ রানে অলআউট হয়েছে বিরাট কোহলি নেতৃত্বাধীন দলটি। শেষ পর্যন্ত ম্যাচটি ৮ উইকেটে জিতে নিয়েছে অজিরা। অ্যাডিলেডে লজ্জার রেকর্ডের পরও ভারতীয় ব্যাটসম্যানদের পক্ষে সাফাই গাইলেন দেশটির কিংবদন্তি সুনীল গাভাস্কার।
শনিবার ম্যাচটিতে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্বপালন করতে দেখা গেছে গাভাস্কারকে। ম্যাচের পর ব্রডকাস্ট চ্যানেলে তিনি জানান, শুধু ভারত নয় অস্ট্রেলিয়ান বোলিং তাণ্ডবের সামনে যেকোনও দলই এদিন হিম-শিম খেতো।
‘যেকোনও দলই নিজেদের ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হলে সেটা দেখতে ভালো লাগে না। এটা নিশ্চিত, এমন বোলিংয়ের সামনে সবদলকেই সমস্যায় পড়তে হতো। ৩৬ রানে গুটিয়ে না গেলেও, ৭২, ৮০ বা ৯০ রানে অলআউট হতে পারত। যেভাবে হ্যাজেলউড-কামিন্স এবং শুরুর দিকে স্টার্ক বল করেছে, তা সামলানো মোটেও সহজ ছিল না।’
ভারতের জার্সিতে ১৯৭১ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ১২৫ টেস্ট ও ১০৮ ওয়ানডে খেলেছেন গাভাস্কার। রান করেছেন যথাক্রমে ১০ হাজার ১২২ ও তিন হাজার ৯২।
তার ভাষায়, ‘যেভাবে ভারতীয় ব্যাটসম্যানরা আউট হয়েছে, তাতে তাদের দোষ দেয়া ঠিক হবে না। এটা শুধু অস্ট্রেলিয়ানদের অসাধারণ বোলিংয়ের জন্যই হয়েছে। আগেই বলেছি যে, বেশিরভাগ দলই এমন বোলিংয়ের সামনে সমস্যায় পড়ত।’
"It's not fair to blame the Indian batsmen for the way they got out because it was just simply superb bowling by the Australian bowlers."
— 7Cricket (@7Cricket) December 19, 2020
- Sunil Gavaskar on India's second innings batting #AUSvIND pic.twitter.com/sy6Gvw2k2k
ওয়াই