চলমান আইপিএলে শুরু থেকেই একের পর এক নিয়ম ভঙ্গের মতো ঘটনা দেখা যাচ্ছে। তা ম্যাচে মন্থর বোলিং করার জন্য হোক বা অন্য কোনো কারণে। আইপিএলের দলগুলোর ব্যাটসম্যানরা ব্যাটিংয়ে নেমেই যে রানের বন্যা বইয়ে দিচ্ছে সেটা কি শুধুই ব্যাটসম্যানের দক্ষতা, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে।
সম্প্রতি আইপিএলে ব্যাটারদের রান তোলার পেছনে অন্য এক রহস্য জানা গেছে। বেশ কিছু খেলোয়াড় বাড়তি রান তোলার জন্য আইসিসির নির্ধারিত মাপের বাইরে অতি চওড়া ব্যাট দিয়ে চলতি আসরে খেলছেন।
খেলা চলাকালে দেখা গিয়েছে ব্যাটের মাপ পরীক্ষা করে দেখছেন আম্পায়ার। বিসিসিআই থেকে তাদের নির্দেশ দেওয়া হয়েছে, চাইলে খেলার মাঝেই ব্যাটের মাপ পরীক্ষা করে দেখতে পারবেন আম্পায়ার। ব্যাটের একটি নির্দিষ্ট মাপ রয়েছে আম্পায়ারদের কাছে। সেই মাপ দিয়ে ব্যাট খতিয়ে দেখছেন আম্পায়াররা। এ বারই এই নিয়ম চালু হয়েছে আইপিএলে।
চলতি আইপিএলে হার্দিক পান্ডে থেকে শুরু করে ফিল সল্ট, শিমরন হেটমেয়ারের মতো তারকা খেলোয়াড়দের ব্যাট মাঠে পরীক্ষা করে দেখেছেন আম্পায়ার। তবে এখনও পর্যন্ত কারও ব্যাটের মাপ বেশি হয়নি। যার কারণে স্বস্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বোর্ডের নিয়ম, কোনও ব্যাট চওড়ায় ৪.২৫ ইঞ্চি বা ১০.৮ সেন্টিমিয়ারের বেশি হতে পারবে না। ব্যাট ২.৬৪ ইঞ্চি বা ৬.৭ সেন্টিমিটারের বেশি মোটা হতে পারবে না। ব্যাটের ধার ১.৫৬ ইঞ্চি বা ৪ সেন্টিমিটারের বেশি হতে পারবে না। ব্যাটের ওজন ব্যাটারেরা নিজেদের সুবিধা অনুযায়ী বাড়াতে বা কমাতে পারবেন। তবে বাকি তিনটি মাপ বোর্ডের দেওয়া মাপের থেকে বেশি কোনও ভাবেই করা যাবে না।
ব্যাটের মাপের বিষয়ে আম্পায়াররা জানিয়েছেন, নিয়ম অনুযায়ী প্রতিটি ম্যাচের আগে সাজঘরে ব্যাটসম্যানদের মাপ পরীক্ষা করে দেখেন তারা। প্রত্যেক ব্যাটার তাদের একটি করে ব্যাট আম্পায়ারদের কাছে জমা দেন। তা দেখে আম্পায়ার সম্মতি দিলেই সেই ব্যাট দিয়ে খেলতে পারবে।
সংবাদ সংস্থা পিটিআইকে এক আম্পায়ার জানিয়েছেন, পরীক্ষার জন্য যে ব্যাট জমা দেওয়া হয় সেই ব্যাট নিয়েই যে ব্যাটার মাঠে নেমেছেন তার কোনও নিশ্চয়তা নেই। প্রত্যেকের কাছে অনেকগুলো ব্যাট থাকে। অনেক সময় মাঠেই ব্যাটারেরা ব্যাট বদল করেন। সেই কারণে মনে হলে আম্পায়াররা মাঠেই ব্যাট পরীক্ষা করে দেখেন।
আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমল জানিয়েছেন, ক্রিকেটীয় মানসিকতা বজায় রাখার জন্যই এই নিয়ম করা হয়েছে।
উল্লেখ্য, চলতি আইপিএলে এই সব অভিযোগ নিয়ে এবার সচেতন হয়েছে আইপিএল কর্তৃপক্ষ। বিসিসিআই থেকে দেওয়া নতুন নিয়ম অনুযায়ী, ক্রিজে আসা প্রতিটি ব্যাটসম্যানকেই ব্যাট নিয়ে মাঠে থাকা আম্পায়ারদের কাছে পরীক্ষা দিতে হবে। অন-ফিল্ড আম্পায়ারদের হাতে এজন্য দেয়া হচ্ছে বিশেষ ‘ব্যাট গজ’।
আরটিভি/এসকে