ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

জামালকে পেতে কলকাতা মোহামেডানকে বাফুফের চিঠি

আরটিভি নিউজ

বুধবার, ১০ মার্চ ২০২১ , ০৭:২৯ পিএম


loading/img

বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার অপেক্ষায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলের সবচেয়ে বড় তারকাকে ফিরে পেতে কলকাতা মোহামেডানকে চিঠি দেয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত উত্তর মেলেনি। বর্তমানে জামাল কলকাতা মোহামেডানের জার্সিতে আই লিগে মাঠ মাতাচ্ছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ ফুটবলের সবোর্চ্চ সংস্থার চাওয়া অধিনায়ক জামাকে নিয়েই ত্রিদেশীয় টুর্নামেন্ট অংশ নিতে নেপালে পা রাখতে। আর তাই লাল-সবুজদের  প্রধান কোচ জেমি ডে  তারকা মিডফিল্ডারকে নিয়োই ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন।

চলতি মাসের ২১-২৯ তারিখ নেপালে বসতে চলা এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে কিরগিজস্তান। ত্রিদেশীয় টুর্নামেন্ট চলাকালীন আই লিগে দুটি ম্যাচ রয়েছে জামালেরর। সবমিলিয়ে প্রশ্ন, জাতীয় দলের খেলায় পাওয়া  জামাল ভূঁইয়াকে?

বিজ্ঞাপন

বুধবার ফেডারেশন সভাপতি কাজী মো. সালাউদ্দিন যোগ দেন জেলা লিগ কমিটির বৈঠকে। বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী  ফিফা উইন্ডোতে জাতীয় দলে ডাক পড়লে ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে বাধ্য। সে নিয়ম মেনেই আমরা জামাল ভূঁইয়াকে পেতে কলকাতা মোহামেডানেরর কাছে চিঠি দিয়েছি। তবে জামাল নিজে খেলতে না চাইলে সেটা আবার ভিন্ন বিষয়।’

বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ জানান কলকাতা মোহামেডানকে আমরা চিঠি পাঠিয়েছি। এখনো উত্তর পাইনি। তবে তাদের চিঠির জবাবের অপেক্ষায় রয়েছি।

এদিকে ১৩ মার্চ করোনা টেস্ট করানো হবে স্কোয়াডে ডাক পাওয়া ফুটবলারদের। ১৪ তারিখ থেকে শুরু হবে ক্যাম্প। ১৮ তারিখে ঢাকা ছাড়ার কথা জেমি ডে' শিষ্যদের।

বিজ্ঞাপন

ওয়াই/এমআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |