মার্চে নেপালে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে খেলার জন্য জামাল ভুঁইয়াকে পাওয়া নিয়ে ছিল সংশয়। ক্লাব ফুটবলের কাছে জাতীয় দল হেরে যাবে কী না এ নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই শঙ্কা কেটে গেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেয়া চিঠির জবাব দিয়েছে কলকাতা মোহামেডান। কলকাতার ক্লাবটি নিশ্চিত করেছে নেপালে খেলার জন্য জামালকে ছাড়ার কথা।
ভারতের আই লিগের সুপার সিক্সের গুরুত্বপূর্ণ খেলার কলকাতা মোহামেডানের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল। এই সময়ে জামালকে ছাড়লে তাদের ক্ষতি হবে জেনেও আসন্ন ত্রিদেশীয় টুর্নামেন্টে খেলতে এমন সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। চলতি মাসের ১৮ তারিখ নেপাল যাওয়ার কথা জেমি ডে শিষ্যদের। আগামী ২৩ মার্চ থেকে বাংলাদেশ, নেপাল ও কিরগিজস্থানকে নিয়ে শুরু হবে টুর্নামেন্টটি।
জামালকে পাওয়া নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, “ন্যাশনাল টিম কমিটির গত সভার পর আমরা কলকাতা মোহামেডানকে চিঠি দিয়েছিলাম। সেখানে বলা হয়েছিল মার্চের ফিফা উইন্ডোতে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য জামালকে ছেড়ে দেওয়ার কথা। আফগানিস্তান ম্যাচ নিয়ে যেহেতু অনিশ্চয়তা ছিল, পরিষ্কারভাবে বলা হয়েছিল নেপালের ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের কথাও।”
আবু নাঈম আরও জানিয়েছেন, “কলকাতা মোহামেডান অফিসিয়ালি নিশ্চিত করেছে তারা জামালকে ছাড়বে। ১৮ মার্চ রিলিজ দেবে তাকে। ওই দিন জামাল বাংলাদেশে ফিরতে পারে, সরাসরি নেপালেও চলে যেতে পারে। আমরা ফ্লাইট অপশনগুলো দেখছি।”
এমআর/