ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

হঠাৎ জেমি ডে’কে তলব করেছেন বাফুফে সভাপতি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৩ এপ্রিল ২০২১ , ০৯:৪৮ এএম


loading/img
সভাপতি কাজী মো. সালাউদ্দিন-বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে এবং তার স্বদেশি সহকারী স্টুয়ার্ট ওয়াটকিসকে শনিবার (৩ মার্চ) দুপুর দেড়টায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে জরুরীভাবে তলব করেছেন সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

বিজ্ঞাপন

নেপালে ত্রিদেশীয় আন্তর্জাতিক ফুটবলের ব্যর্থ হওয়ায় জন্য তাদের জরুরীভাবে তলব করা হয়েছে। এমন ফলাফলে ক্ষুব্ধ বাফুফে সভাপতি।

জেমি ডে শুরু থেকে দলের পরীক্ষা-নিরীক্ষার কথা বললেও ফাইনালে ওঠার পর কেন একই পথে হাঁটলেন, তা নিয়ে বাফুফের মধ্যেই আছে চরম ক্ষোভ। কোচ কেন এমন 
করেছেন, সেটা জানতেই দুই ইংলিশকে ডেকেছেন মো. সালাউদ্দিন।

বিজ্ঞাপন

বাংলাদেশ লিগপর্বে কিরগিজস্তানের বিপক্ষে জিতলেও দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করে নেপালের বিপক্ষে। আর ফাইনালে নেপালের কাছে হেরে যায় ২-১ গোলে।


এমআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |