টেনিসের অনন্য এক নাম সেরেনা উইলিয়ামস। তার এক হাজার তম ম্যাচটা স্মরণীয় হতে পারত জয়ে। তবে সেটা হয়নি। এই ম্যাচটা তার প্রত্যাবর্তনের ম্যাচও ছিল।
দীর্ঘ তিন মাস বিরতির পর খেলতে নেমে দেখতে হয়েছে হারের মুখ। বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের তালিকায় ৪৪ নম্বরে থাকা আর্জেন্টিনার নাদিয়া পোদোরোস্কার কাছে সেরেনা হেরেছেন ৬-৭ (৬-৮), ৫-৭ গেমে।
এবছর অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে হারার পর সেরেনাকে আর দেখা যায়নি কোর্টে। তবে সেই হারের পর এবার ইতালিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডেও তাকে দেখতে হলো হারের মুখ।
আগামী ৩০ মে থেকে শুরু হবে ফ্রেঞ্চ ওপেন। সেরেনার সামনে সুযোগ মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের।
এই পর্যন্ত সেরেনা এক হাজার ম্যাচে জয় পেয়েছেন ৮৫১টি ম্যাচে আর হেরেছেন ১৪৯টি ম্যাচে। তবে সম্প্রতি তার ফর্ম তাকে টেনে নামাচ্ছে নিচের দিকে। যেখানে হারতে হচ্ছে অখ্যাতদের কাছে।
এমআর/