ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে নামছে বাংলাদেশ

আরটিভি নিউজ

রোববার, ২৩ মে ২০২১ , ০৯:২৬ এএম


loading/img
ছবি- বিসিবি

আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচটি শুরু হবে রোববার (২৩ মে) দুপুর ১টায়। সরাসরি সম্প্রচার করা হবে জিটিভি ও টি-স্পোর্টসে।

বিজ্ঞাপন

সামর্থ্য অনুযায়ী খেলে জয়ে ফেরার আভাস টাইগার কোচ রাসেল ডোমিঙ্গোর কণ্ঠে। আর ঘরের মাঠে বাংলাদেশ শক্তিশালী দল হলেও ভয়-ডরহীন ক্রিকেট খেলতে চায় শ্রীলঙ্কা বলে জানিয়েছেন  অধিনায়ক কুশল পেরেরা। 

টানা দশটা আন্তর্জাতিক ম্যাচে অভুক্ত টাইগাররা। জয়ের আহার মুখে তোলা হয়নি। এবার টাইগার ডেরায় হাজির লঙ্কান সিংহরা। ফর্মেটটাও স্বাগতিকদের প্রিয়। দলে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ঘরের মাঠে সফরকারীদের শিকার বানানোর ভালো সুযোগ।

বিজ্ঞাপন

সুযোগটা হাতছাড়া করতে চান না টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। নিজেদের আঁকা ছকে কুপোকাত করতে চান প্রতিপক্ষকে।

‘আমরা দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছি, সন্দেহ নেই। তবে ভুল থেকে শিখতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। অতীতে পড়ে থাকার কোনও যৌক্তিকতা নেই। আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে, মূল জায়গাটা ঠিক রাখতে পারলে, কৌশল কাজে লাগালে জয়ের সুযোগ আসবে।’

ঘরের মাঠে টাইগাদরের শক্তি অজানা নয় কুশল পেরেরার। কিন্তু ভয় পেয়ে মরার আগে মরতে নারাজ লঙ্কানদের নতুন কাপ্তান।

বিজ্ঞাপন

সফরকারী অধিনায়ক বলেন, ‘আমাদের ডেথ ওভার নিয়ে পরিকল্পনা আছে। আশা করি যারা আছে, ওরা অভিজ্ঞতা অর্জন করলে ভালো করবে। আমরা শুরুতেই নিখুঁত পারফরম্যান্স প্রত্যাশা করতে পারি না।’

ওয়াই

আরটিভি’র সর্বশেষ নিউজ পেতে ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন...

https://www.facebook.com/rtvnews247

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |