ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

ডিপিএল টি-টোয়েন্টি

আলাউদ্দিনের হ্যাটট্রিক নিশ্চয় ভুলিয়ে দেবে বিভীষিকাময় ৩৯

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১ , ০১:০৩ পিএম


loading/img
ম্যাচ সেরা আলাউদ্দিন বাবু (৪/২১)

শের-ই-বাংলা স্টেডিয়ামের এই বাইশ গজেই বিভীষিকাময় এক অভিজ্ঞতা হয়েছিল আলাউদ্দিন বাবুর। ২০১৩ সালের অক্টোবরে এই ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে এক ওভারে ৩৯ রান দেন বাবু। সেদিন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জিম্বাবুইয়ান অলরাউন্ডার এলটন চিগুম্বুরা হাঁকান চার ছক্কা ও তিন চার, সঙ্গে একটি ‘নো’ বল ও দুইটি ওয়াইডও ছিল।

বিজ্ঞাপন

এরপর ঘরোয়া লিগেও অনেকটা অনিয়মিত হয়ে পড়েন চোটের কারণে। সেই বিভীষিকা ভোলানোর জন্যই যে আবার শের ই বাংলা অপেক্ষা করছিল সেটা কে জানতো!

বৃহস্পতিবার ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলতে নেমেছিলেন লিজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে। তার বোলিং তোপে দিশেহারা হতে হয়েছে প্রতিপক্ষের ব্যাটারদের।

বিজ্ঞাপন

তৃতীয় ওভারের শেষ দুই বলে দুই উইকেট নিয়ে ইনিংসের শেষ ওভারে নিজের চতুর্থ ওভারের প্রথম বলেই নাবিল সামাদের উইকেট নিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক।

লোয়ার-অর্ডারের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে দুহাত তুলে হয়তো মনে করার চেষ্টা করছিলেন বিভীষিকাময় সেই দিনটির কথা। তার দারুণ এই কৃতিত্ব তাকে ম্যাচ সেরার পুরস্কারও এনে দিয়েছে।

বিজ্ঞাপন

লিজেন্ডস অব রুপগঞ্জের দেয়া ১১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৫.৩ বলে ২ উইকেট হারিয়েই ৮ উইকেটে প্রথম জয় তুলে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

অধিনায়ক মিজানুর রহমানের ৫২ বলে ৭৪ রানের মারকুটে ইনিংসের সঙ্গে জুনাইদ সিদ্দিকির ২১, জাহিদুজ্জামানের ১১ ও মাইশুকুর রহমানের ৬ রানে সহজে জয় পেয়ে ব্রাদার্স উঠে এসেছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে।

এর আগে সকালে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রূপগঞ্জ। ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকেছে ব্যাটাররা। দুই ওপেনার আজমির আহমেদ ও সাদমান ইসলাম পেরুতে পারেননি দশ রানের কোঠা।

তবে তিন নম্বরে ব্যাট করতে আসা অধিনায়ক নাঈম ইসলাম খেলেন ২৮ বলে ৩৮ রানের ইনিংস। ব্রাদার্সের বোলারদের তোপে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন বাকি ব্যাটাররা। সাব্বির রহমান ১৮ বলে করেন ২৩ রান।

এমআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |